পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ-অগ্নিসংযোগ, আহত অন্তত ৩০
Published: 20th, March 2025 GMT
ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাফিনিয়া: ‘ওই কীরে, ওই কীরে, মধু, মধু’
ঢাকায় সম্প্রতি এক তরমুজ বিক্রেতা ভাইরাল। তরমুজ কেটে ভেতরের লাল অংশ বের করে রসালো কণ্ঠে হাঁক দেন, ‘ওই কীরে কী, মধু, মধু।’ তরমুজটি পাকা, রসালো ও মিষ্টি—এটা বোঝাতে সেই বিক্রেতার এই সংলাপ এখন অনেকের মুখে মুখে।
ফুটবল খেলার সঙ্গে তরমুজের কোনো সংযোগ নেই। তরমুজ দেখতেও ফুটবলের মতো গোলাকার নয়। কিছুটা চ্যাপটা ও ডিম্বাকৃতির। কিন্তু সেই বিক্রেতার ভাইরাল হওয়া সংলাপের সঙ্গে ফুটবলারদের পারফরম্যান্স চাইলে মিলিয়ে নিতে পারেন। যেমন ধরুন, রাফিনিয়া। চলতি মৌসুমে ব্রাজিলিয়ান উইঙ্গারের পারফরম্যান্স দেখে তাঁর ভক্তরা হাঁক দিতেই পারেন—‘রাফিনিয়া, ওই কীরে, ওই কীরে, মধু, মধু!’
আরও পড়ুনশেষ মুহূর্তে ভিনিসিয়ুস–জাদুতে ব্রাজিলের দারুণ জয়৫ ঘণ্টা আগেরাফিনিয়া-মধুর সাম্প্রতিকতম ফোঁটাটি আজ পড়েছে কলম্বিয়ার জালে। পেনাল্টি থেকে গোল করায় অবশ্য সেই ‘মধু’কে তেমন আহামরি ‘মিষ্টি’ বলবেন না অনেকেই, কিন্তু ব্রাজিলের ২-১ গোলে জয়ের স্কোরলাইন বিচারে ওই গোলের গুরুত্বও অসামান্য। আর পেনাল্টি থেকে গোল করাটা মোটেও সহজ নয়। দূরত্ব যতই মাত্র ১২ গজ হোক না কেন, স্নায়ুচাপ সামলে লক্ষ্য ভেদ করতে হয় এবং রাফিনিয়া সেটাও করেছেন আত্মবিশ্বাসের সঙ্গে।
দুর্দান্ত এক মৌসুমই কাটছে রাফিনিয়ার