পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে এক শিশুসহ একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। 

বুধবার (১৯ মার্চ) গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যটালিয়নের আওতাধীন পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। 

আটকরা হলেন- বোদা উপজেলার নন্দপাড়া নয়াদিঘী গ্রামের পরিতোষ কুমার (২৭), তার স্ত্রী রাধিকা রানী (২৪) ও তিন বছরের মেয়ে বৈষ্ণবী রানী।

বিজিবি জানায়, বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্তের মেইন পিলার ৭৭৪ এর ৪নং সাব পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে রাতের আঁধারে তারা ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আড়াই মাস আগে দালাল চক্রের মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। ২০ হাজার টাকার চুক্তিতে দালাল চক্রের মাধ্যমেই আবার তারা বাংলাদেশে প্রবেশ করেন। 

তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ভারতীয় দুই হাজার ৩০০ রুপি, বাংলাদেশি নগদ ২৭৮ টাকা উদ্ধার করা হয়। এসময় দালাল চক্রের দুইন সদস্য পালিয়ে যায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “এক শিশুসহ আটক দুই জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে।”

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.

কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, “পরিতোষ কুমার ও তার স্ত্রী রাধিকা রানীকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের অন্য সদস্যদের কাছে দেওয়া হয়েছে। এছাড়া দালাল চক্রের পালিয়ে যাওয়া দুই জনকে আটকের চেষ্টা চলছে।”

ঢাকা/নাঈম/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রব শ

এছাড়াও পড়ুন:

সফটওয়্যার প্রকৌশলী এআই এজেন্ট আনতে যাচ্ছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সফটওয়্যার প্রকৌশলী এজেন্ট আনতে যাচ্ছে চ্যাটজিপিটির নির্মাতাপ্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এআই এজেন্টটি মানুষের সহায়তা ছাড়াই কোড লিখে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে পারবে। শুধু তাই নয়, নিজ থেকে সফটওয়্যারে থাকা ত্রুটি শনাক্ত করে সমাধানও করবে।

ওপেনএআইয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) সারাহ ফ্রাইয়ার জানিয়েছেন, নতুন এআই এজেন্টের নাম ‘এ-এসডব্লিউই’ বা ‘এজেন্টিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার’। এটি ওপেনএআইয়ের তৈরি তৃতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট। এর আগে ‘অপারেটর’ ও ‘ডিপ রিসার্চ’ নামে দুটি এআই এজেন্ট চালু করেছে ওপেনএআই। এগুলো এখন শুধু চ্যাটজিপিটির প্রিমিয়াম গ্রাহকেরা ব্যবহার করতে পারেন।

নিজেদের তৈরি সফটওয়্যার প্রকৌশলী এআই এজেন্টের বিষয়ে সারাহ ফ্রাইয়ার জানান, এ-এসডব্লিউই একজন সফটওয়্যার প্রকৌশলীর মতোই কাজ করবে। কাজ বুঝিয়ে দিলে নিজ থেকে কোড লেখার পাশাপাশি সফটওয়্যারের মাননিয়ন্ত্রণ, ত্রুটি শনাক্তসহ প্রকল্প-সম্পর্কিত নথিপত্র তৈরি করে দেবে এআই এজেন্টটি।

ওপেনএআইয়ের তৈরি এআই এজেন্ট প্রকৃতপক্ষে একটি ‘ফোর্স মাল্টিপ্লায়ার’ বা কর্মক্ষমতা বৃদ্ধিকারী উপাদান হিসেবে কাজ করবে। এটি সফটওয়্যার প্রকৌশলীদের দলকে অনেক বেশি উৎপাদনশীল করে তুলতে পারে। তবে চলতি বছরের শুরুতে ওপেনএআইয়ের চালু করা ‘ডিপ রিসার্চ’ এজেন্টকে গবেষণা সহকারীর বিকল্প হিসেবে পরিচয় করানো হলেও এখনো তা পুরোপুরি সেই ভূমিকা পালন করতে পারছে না।

সূত্র: লাইভমিন্ট

সম্পর্কিত নিবন্ধ