পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে এক শিশুসহ একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। 

বুধবার (১৯ মার্চ) গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যটালিয়নের আওতাধীন পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। 

আটকরা হলেন- বোদা উপজেলার নন্দপাড়া নয়াদিঘী গ্রামের পরিতোষ কুমার (২৭), তার স্ত্রী রাধিকা রানী (২৪) ও তিন বছরের মেয়ে বৈষ্ণবী রানী।

বিজিবি জানায়, বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্তের মেইন পিলার ৭৭৪ এর ৪নং সাব পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে রাতের আঁধারে তারা ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আড়াই মাস আগে দালাল চক্রের মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। ২০ হাজার টাকার চুক্তিতে দালাল চক্রের মাধ্যমেই আবার তারা বাংলাদেশে প্রবেশ করেন। 

তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ভারতীয় দুই হাজার ৩০০ রুপি, বাংলাদেশি নগদ ২৭৮ টাকা উদ্ধার করা হয়। এসময় দালাল চক্রের দুইন সদস্য পালিয়ে যায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “এক শিশুসহ আটক দুই জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে।”

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.

কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, “পরিতোষ কুমার ও তার স্ত্রী রাধিকা রানীকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের অন্য সদস্যদের কাছে দেওয়া হয়েছে। এছাড়া দালাল চক্রের পালিয়ে যাওয়া দুই জনকে আটকের চেষ্টা চলছে।”

ঢাকা/নাঈম/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রব শ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের ছেত্রি চ্যালেঞ্জ

২০২৪ সালের ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিপক্ষে ম্যাচই ছিল ভারতের জার্সিতে সুনীল ছেত্রির শেষ ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলকে সুনীলের বিদায় বলার পর ভারতও যেন জিততে ভুলে গিয়েছিল। ১৬ মাসে ১২ ম্যাচ খেলা দলটি পারেনি কোনো ম্যাচ জিততে। কোচ মানোলো মার্কুয়েজের ওপর বাড়তে থাকে চাপ। বরখাস্ত হওয়ার শঙ্কায় থাকা মানোলো ডাক দিলেন ছেত্রিকে। 

২৫ মার্চ শিলংয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কোচের ডাকে সাড়া দিয়ে ৪০ বছর বয়সী ভারতীয় ফুটবলের এ তারকা ফিরলেন অবসর ভেঙে। ভারতও ফিরল জয়ে। বুধবার শিলংয়ে প্রীতি ফুটবল ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ভারত জিতেছে ৩-০ গোলে। এই জয়ে ছেত্রি করেছেন এক গোল। গোলের পর উদযাপন প্রকাশ করতে গিয়ে তাঁর চোখের কোণে জল এসেছিল। ভারতের জার্সিতে তাঁর গোলসংখ্যা হলো ৯৫। গোল করে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা এ তারকা জানিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। বয়স তাঁর কাছে স্রেফ সংখ্যা। বলা যায়, এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ এখন সুনীল ছেত্রি।

ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাংলাদেশের আতঙ্ক ছেত্রি। এক-দু’বার নয়, বহুবার বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছিলেন তিনি। ২০২১ সালের ৪ অক্টোবর মালেতে বাংলাদেশের বিপক্ষে গোল করেছিলেন তিনি। তাই তো শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দুর্ভাবনার নাম বেঙ্গালুরুর এ ফরোয়ার্ড। অনেকের ধারণা, বাংলাদেশে যখন ইংল্যান্ড প্রবাসী হামজা এসেছেন, তাঁকে টেক্কা দেওয়ার জন্যই ভারত ফিরিয়ে এনেছে ছেত্রিকে। 

শেফিল্ড ইউনাইটেডে হামজা ডিফেন্সে খেলেন আর ছেত্রি হলেন ফরোয়ার্ড। তাই ভারতের আক্রমণ আর বাংলাদেশের রক্ষণভাগের লড়াইয়ের ভেতরে মূল লড়াই হবে মূলত হামজা ও ছেত্রির মধ্যে। যে লড়াইয়ে হামজাকে এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। বুধবার সংবাদ সম্মেলনে জামাল দুই তারকার কে সেরা বলতে গিয়ে এভাবে ব্যাখ্যা করেছেন, ‘দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম তারকা ছেত্রি। তবে হামজা কিন্তু প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার।’

সম্পর্কিত নিবন্ধ