আগামী আট বছরের জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি। ৪১ বছর বয়সী এই জিম্বাবুইয়ান সাঁতারু আইওসির ১৩১ বছরের ইতিহাসে প্রথম নারী সভাপতি, প্রথম আফ্রিকানও।

আজ গ্রিসের কস্তা নাভারিনোয় আইওসির ১৪৪তম সভায় নতুন সভাপতি নির্বাচনে প্রার্থী ছিলেন ৭ জন। যাঁদের মধ্যে কভেন্ট্রি ও সেবাস্টিয়ান কোর মতো সাবেক ক্রীড়াবিদ যেমন ছিলেন, তেমনি রাজপরিবারের সদস্য, ব্যবসা, আইন ও রাজনীতি অঙ্গনের মানুষও ছিলেন। আইওসি সদস্যদের ৯৭টি ভোটের মধ্যে প্রথম রাউন্ডেই ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন কভেন্ট্রি।

কভেন্ট্রি আগামী ২৩ জুন অলিম্পিক দিবসে বর্তমান প্রধান টমাস বাখের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন। হারারেতে জন্ম নেওয়া কভেন্ট্রি ২০০৪ এথেন্স অলিম্পিকে একটি সোনাসহ ৩টি পদক জেতেন, ২০০৮ বেইজিং অলিম্পিকে একটি সোনাসহ চারটি পদক।

২০১৬ রিও অলিম্পিকের পর পুল থেকে অবসর নিয়ে রাজনীতিতে নামেন। ২০১৮ সাল থেকে জিম্বাবুয়ের যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

আইওসির প্রথম নারী সভাপতি কভেন্ট্রি

আগামী আট বছরের জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি। ৪১ বছর বয়সী এই জিম্বাবুইয়ান সাঁতারু আইওসির ১৩১ বছরের ইতিহাসে প্রথম নারী সভাপতি, প্রথম আফ্রিকানও।

আজ গ্রিসের কস্তা নাভারিনোয় আইওসির ১৪৪তম সভায় নতুন সভাপতি নির্বাচনে প্রার্থী ছিলেন ৭ জন। যাঁদের মধ্যে কভেন্ট্রি ও সেবাস্টিয়ান কোর মতো সাবেক ক্রীড়াবিদ যেমন ছিলেন, তেমনি রাজপরিবারের সদস্য, ব্যবসা, আইন ও রাজনীতি অঙ্গনের মানুষও ছিলেন। আইওসি সদস্যদের ৯৭টি ভোটের মধ্যে প্রথম রাউন্ডেই ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন কভেন্ট্রি।

কভেন্ট্রি আগামী ২৩ জুন অলিম্পিক দিবসে বর্তমান প্রধান টমাস বাখের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন। হারারেতে জন্ম নেওয়া কভেন্ট্রি ২০০৪ এথেন্স অলিম্পিকে একটি সোনাসহ ৩টি পদক জেতেন, ২০০৮ বেইজিং অলিম্পিকে একটি সোনাসহ চারটি পদক।

২০১৬ রিও অলিম্পিকের পর পুল থেকে অবসর নিয়ে রাজনীতিতে নামেন। ২০১৮ সাল থেকে জিম্বাবুয়ের যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সম্পর্কিত নিবন্ধ