ইনস্টাগ্রাম

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান টেইলর 

আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভেঙে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে আড়াই বছরের নিষেধাজ্ঞায় আছেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার ব্রেন্ডন টেইলর। অগামী জুনে তার নিষেধাজ্ঞা শেষ হবে। নিষেধাজ্ঞা শেষে কোচিং ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলেন তিনি। তবে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথাই ভাবছেন ৩৯ বছর বয়সী টেইলর। 

ক্রিকইনফোকে তিনি বলেন, ‘আমি এখনো খেলতে চাই এবং বিশ্বাস করি আমি প্রভাব রাখতে পারবো। আগে আমি দেখতে চাই, শারীরিক ও মানসিকভাবে কোন পর্যায়ে আছি। যদি মনে হয় পারছি না, আমি মোটেও অস্বস্তিতে পড়বো না।’ 

টেইলর জানিয়েছেন, তিনি নিষেধাজ্ঞা কাটিয়ে কোচিং শুরু করতে চেয়েছিলেন। তবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি তাকে ক্রিকেটে ফেরা যায় কিনা ভাবতে বলেছেন, ‘তুমি কি আবার খেলবে, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত এগিয়ে যেতে পারো কিনা দেখবে?’ টেইলর জানার, ২০২৭ বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪১। তবে তিনি খেলতে পারবেন ওই বিশ্বাস রাখছেন। 

জিম্বাবুয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক। টেইলর ২০২১ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানান। ২০২২ সালের জানুয়ারিতে তিনি আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গ করার কথা স্বীকার করেন। জিম্বাবুয়েতে টি-২০ লিগ চালুর কথা বলে তাকে ভারতে ডাকেন এক ব্যবসায়ী। এরপর তাকে কোকেন খাইয়ে ও ১৫ হাজার ডলার দিয়ে ম্যাচ না পাতালে ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেয়।  

ওই ঘটনা আইসিসির দুর্নীতি দমক ইউনিটকে জানাতে দেরি করায় তাকে আড়াই বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। তার আগে এক বিবৃতি দিয়ে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণণা দেন টেইলর। নিজের ওই স্বীকারোক্তি মূলক বয়ানে জানান, তিনি কখনো কোন ম্যাচ বা স্পট ফিক্সিং করেননি।

সম্পর্কিত নিবন্ধ