জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে বরিশাল ক্লাবে মতবিনিময় করেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইমলাম। বরিশাল ক্লাবে ইফতার পরবর্তী বক্তৃতা করেন নাহিদ ইসলাম। বক্তৃতা শেষে অধিকাংশ সাংবাদিক চলে যান। এর পরই বরিশাল ক্লাবের হলরুমে বিবাদে জড়িয়ে পড়ে দু’ গ্রুপের নেতা-কর্মীরা। 

সেখানে তাদের কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিতরা বিক্ষোভ করলে অপর গ্রুপের সাথে হাতাহাতি শুরু হয়ে যায়। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাইকে বার বার তাদেরকে থামার জন্য অনুরোধ করলেও কেন্দ্রীয় আহ্বায়কের সামনেই হাতাহাতি চলতে থাকে। 

পরে নাহিদ ইসলাম বের হয়ে যাওয়ার সময় গাড়ির সামনেও একই চিত্র দেখা যায়। সেখানে গাড়ির পথরোধ করে এক গ্রুপ বিক্ষোভ শুরু করে। সেসময় অপর গ্রুপও সেখানে উপস্থিত হলে উত্তেজনা দেখা দেয়। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে বরিশাল ক্লাবে মতবিনিময় সভায় যোগদিতে আসেন নাহিদ ইসলাম। এসময় তার সাথে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ঢাকা/পলাশ/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বর শ ল ক ল ব ন হ দ ইসল ম র স মন

এছাড়াও পড়ুন:

শীতলক্ষ্যা নদীতে ৬টি নৌযানকে জরিমানা

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে চলাচলকারী ৬টি নৌযানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে বিআইডব্লিউটিএ'র ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে নৌ নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ নারায়ণগঞ্জ নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ব্রীজ হতে রুপসী পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিআইডব্লিউটিএ'র নৌ নিরাপত্তা বিভাগের উপপরিচালক নাহিদ হোসেন, পরিদর্শক হাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা এবং নৌ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। 

পরিদর্শক হাফিজুর রহমান জানান, অভিযানকালে  ১০-১৫ টি নৌযান পরিদর্শন করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬ টি নৌযানকে সর্বমোট ৯০,০০০/ (নব্বই ) হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • কালিয়াকৈরের বনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ২ ডাকাত আটক 
  • ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র মার্কিন মালিকানায় নেওয়ার প্রস্তাব ট্রা
  • সিদ্ধিরগঞ্জে আদমজী টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া
  • সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টাকারীকে পুলিশে দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  • শীতলক্ষ্যা নদীতে ৬টি নৌযানকে জরিমানা
  • সাবেক আইজিপি মামুন ও সাবেক ওসি আবুল হাসান রিমান্ডে
  • সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু