বিআইডিএসের নতুন মহাপরিচালক এ কে এনামুল হক
Published: 20th, March 2025 GMT
সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক এ কে এনামুল হক। আজ বৃহস্পতিবার তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে তিনি প্রতিষ্ঠানের সদ্য সাবেক মহাপরিচালক বিনায়ক সেনের স্থলাভিষিক্ত হলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআইডিএস এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক এনামুল হক আগে মালয়েশিয়ার শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার সহ–উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
একজন পরিবেশবিষয়ক অর্থনীতিবিদ হিসেবে দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশ, বিশেষ করে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, কৃষি ও শহরের বিভিন্ন সমস্যা নিয়ে তাঁর গবেষণা রয়েছে।
বিআইডিএসের নতুন মহাপরিচালক দীর্ঘ কর্মজীবনে বিশ্বব্যাংক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন), সেভ দ্য চিলড্রেন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), ইউএনডিপিসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
অধ্যাপক এনামুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এ ছাড়া কানাডার অন্টারিওর গ্যলফ বিশ্ববিদ্যালয় থেকে ‘ন্যাচারাল রিসোর্স ইকোনমিকসের’ ওপরে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ততক্ষণে আমি বুঝতে পেরেছি, জিম্মি জমে গেছে
ছবি : প্রথম আলো