উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের চূড়ান্ত দল থেকে আগেই বাদ পড়েছিলেন পাওলো দিবালা। এবার সামনে এলো আরও দুঃসংবাদ—চোটের কারণে চলতি মৌসুমে আর মাঠে নামতে পারছেন না এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

পেশির চোটে বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনার প্রাথমিক দলেও ছিলেন, কিন্তু সেই চোট আরও গুরুতর হওয়ায় নাম উঠে যায় চূড়ান্ত দল থেকে। এবার সেই ইনজুরি থেকে সেরে উঠতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন দিবালা। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায়। ইতালিয়ান ক্লাব রোমাও জানিয়েছে, খেলোয়াড় এবং ক্লাবের সম্মিলিত সিদ্ধান্তেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

অল্প কয়েক দিনের মধ্যেই দিবালার অস্ত্রোপচার সম্পন্ন হবে। ফলে ২০২৪-২৫ মৌসুমের বাকি অংশে রোমার জার্সিতে আর দেখা যাবে না তাকে—এটাই প্রায় নিশ্চিত।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে দিবালা লেখেন, ‘পরীক্ষা-নিরীক্ষায় পাওয়া ফল এবং চিকিৎসার বিভিন্ন উপায় পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমি অনেক দিন মাঠের বাইরে থাকব, এই সময়ে আমি চ্যাম্পিয়নশিপের (সিরি আ) কঠিন সময়ে রোমার সতীর্থদের এবং জাতীয় দলকে ভক্তের মতো সমর্থন দেব। কথা দিচ্ছি শীঘ্রই মাঠে ফিরব আরও শক্তিশালী হয়ে। এগিয়ে চলো আর্জেন্টিনা।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর জ ন ট ন

এছাড়াও পড়ুন:

শুক্রবার বন্ধ থাকবে হিথ্রো বিমানবন্দর

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর শুক্রবার সারাদিন বন্ধ থাকবে। কারণ কাছাকাছি একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পশ্চিম লন্ডনের হেইসের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এবং আশেপাশের বাড়ি থেকে প্রায় ১৫০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

হিথ্রো থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনের কারণে বিমানবন্দরে “উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট চলছে। আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য, হিথ্রো ২১ মার্চ রাত ৯ টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের বিমানবন্দরে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং আরো তথ্যের জন্য তাদের বিমান সংস্থার সাথে যোগাযোগ করা উচি”

হিথ্রোর একজন মুখপাত্র বলেছেন, “যদিও অগ্নিনির্বাপক কর্মীরা কাজ করছেন, বিদ্যুৎ কখন পুনরুদ্ধার করা যাবে সে সম্পর্কে আমাদের স্পষ্ট তথ্য নেই। কর্মীরা পরিস্থিতি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।”

মুখপাত্র জানান, বিমানবন্দরটি পুনরায় চালু না হওয়া পর্যন্ত যাত্রীদের ‘কোনোপরিস্থিতিতে’ সেখানে যাওয়া উচিত নয়।

হিথ্রো যুক্তরাজ্যের বৃহত্তম বিমানবন্দর। এখানে প্রতিদিন প্রায় এক হাজার ৩০০টি বিমান অবতরণ ও উড্ডয়ন করে। গত বছর রেকর্ড ৮৩ দশমিক ৯ মিলিয়ন যাত্রী এর টার্মিনাল দিয়ে যাতায়াত করেছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ