ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম রাউন্ডে খেলার পর মাঠে দেখা যায়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। কাফ মাসলের পুরোনো চোটে পড়ায় মাহমুদউল্লাহকে মাঠে নামায়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে ঈদের আগেই মাহমুদউল্লাহকে পাবে মোহামেডান।

আগামী ২৪ মার্চ ঢাকা লিগের অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে। বিকেএসপিতে মোহামেডানের প্রতিপক্ষ শাইনপুকুর স্পোর্টিং ক্লাব। মাহমুদউল্লাহ সেই ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন বলে নিশ্চিত করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এক কর্মকর্তা। রাইজিংবিডিকে বলেছেন, ‘‘কাফ মাসলের চোটে পাঁচ ম্যাচ মিস করেছেন মাহমুদউল্লাহ। সপ্তম রাউন্ডের ম্যাচেও থাকতে পারছেন না। তাকে আমরা ২৪ মার্চ মাঠে পাবো।’’

তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, মিরাজ, তাওহীদ, তাসকিনদের নিয়ে ঘর গুছিয়েছে মোহামেডান। লিগে ছয় ম্যাচে চার জয় পেয়েছে তারা। হেরেছে দুই ম্যাচ। মাহমুদউল্লাহ প্রথম রাউন্ডে খেলেছিলেন গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। হেরে যাওয়া ম্যাচে হাসেনি মাহমুদউল্লাহর ব্যাট। ১০ রানে থেমে যায় তার ইনিংস। এরপর তাকে আর মাঠে দেখা যায়নি। সবকিছু ঠিকঠাক থাকলে ২৪ মার্চ মাঠে ফিরবেন তিনি।

আরো পড়ুন:

খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন ব্যাটসম্যানরা!

নাঈম-সানী-ফরহাদ জেতালেন গুলশানকে

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

র‍্যাঙ্কিংয়েও সুখবর, ক্যারিয়ার-সর্বোচ্চ অবস্থানে নিগার, শারমিন ও রাবেয়া

ভালো খেলার স্বীকৃতি নগদেই পেলেন নিগার সুলতানা, শারমিন আক্তার ও রিতু মনি। পাকিস্তানে বিশ্বকাপ বাছাইপর্বে থাইল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি ও আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি করা অধিনায়ক নিগার ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার–সেরা অবস্থানে উঠেছেন।

ক্যারিয়ার–সেরা অবস্থানে উঠেছেন থাইদের বিপক্ষে ৯০ ছাড়ানো শারমিনও। আইরিশদের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলে রিতু মনিও সামনে এগিয়েছেন। আর বোলিংয়ে ক্যারিয়ার–সেরা অবস্থানে উঠেছেন রাবেয়া খান।

থাইল্যান্ডের বিপক্ষে ১৫২ রানের জুটি গড়েছিলেন নিগার ও শারমিন। নিগার করেছিলেন ১০১ রান। শারমিন অপরাজিত ৯৪ রান। এই দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশ করেছিল নিজেদের রেকর্ড ২৭১ রান। এরপর থাইল্যান্ডকে ৯৩ রানে অলআউট করে ১৭৮ রানে জেতে বাংলাদেশের মেয়েরা। রানের হিসাবে মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের এটাই সবচেয়ে বড় জয়।

পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ রান করা নিগার ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ১৭ নম্বরে। থাইল্যান্ডের বিপক্ষে ২৪ করা শারমিন ১১ ধাপ এগিয়ে উঠেছেন ২৯ নম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৬৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলা রিতু ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ৮৮ নম্বরে। রিতু ২০১৩ সালে সর্বোচ্চ ৫৭ নম্বরে উঠেছিলেন।

বোলিংয়ে বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান সাত ধাপ এগিয়ে উঠেছেন ২৩ নম্বরে। এটিই তাঁর সেরা অবস্থান। তিন ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠেছেন আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুন। পেসার মারুফা আক্তার ৬ ধাপ এগিয়ে উঠেছেন ৬০ নম্বরে।

মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর ব্যাটার দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট, বোলার ইংল্যান্ডের সোফি একলেস্টোন ও অলরাউন্ডার অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার।

সম্পর্কিত নিবন্ধ