ভারতের শিলংয়ে আজ বিকেলে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঠিক সেই সময় ঢাকায় বসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাহী কমিটির সভা। সভায় অনুমোদন পেয়েছে ২০২৫ সালের বাজেট। পাশাপাশি ফুটবলারদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও এসেছে—বীমার আওতায় আনা হচ্ছে তাদের।
ফুটবল ইনজুরিপ্রবণ খেলা। অনেক সম্ভাবনাময় ফুটবলার ক্যারিয়ার গড়ার আগেই ইনজুরির কারণে ছিটকে পড়েন। এই বাস্তবতায় জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক দলগুলোর ফুটবলারদের ইনজুরির সময় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে চায় বাফুফে। নির্বাহী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, 'আমরা খেলোয়াড়দের ইনজুরির কারণে হারাতে চাই না। তাদের পাশে থাকতে চাই সব পরিস্থিতিতে। এজন্য চিকিৎসা খরচের সুরক্ষা নিশ্চিত করতেই বীমার উদ্যোগ।'
জানা গেছে, শিগগিরই একটি ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে চুক্তিতে যাচ্ছে বাফুফে। এর মাধ্যমে জাতীয় ও জুনিয়র পর্যায়ের সব ফুটবলার বীমার আওতায় আসবেন।
এর আগেও বাফুফের সঙ্গে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পার্টনারশিপের মাধ্যমে জাতীয় দলের ফুটবলাররা বীমা সুবিধা পেতেন। তবে সেই কার্যক্রম বন্ধ হয়ে যায় একসময়। এবার আরও বিস্তৃতভাবে আবারও বীমা সুবিধা চালু করতে যাচ্ছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে এত বড় সিদ্ধান্ত নেওয়া হলেও মিডিয়া ব্রিফিংয়ে বিষয়টি উল্লেখ করেননি বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তিন দিনে নাট্যদল ‘তাড়ুয়া’র চার প্রদর্শনী
দেশের বেশ আলোচিত নাট্যদল ‘তাড়ুয়া’। ২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটক দিয়ে তারা যাত্রা করে। সেই থেকে এখন পর্যন্ত মঞ্চে তিনটি নাটক নিয়ে এসেছে দলটি। এবার আরও একটি নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে এই নাট্যদল।
নতুন নাটকের নাম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে এটির নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন। নির্দেশনায় আছেন বাকার বকুল।
আসছে ২৩ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমির মূল হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। একই স্থানে টানা ৩ দিনে ৪টি প্রদর্শনী হবে নাটকটির।
‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কুমার উদয়, তামিম আহমেদ, রিপন ঘোষ, জুবায়ের মাহমুদ, জীবন, অর্ণব, তারেক, সানি, সাক্ষ্য প্রমুখ।
২৩ এপ্রিল শিল্পকলার মূল হলে সন্ধ্যা ৭টায় উদ্বোধনী মঞ্চায়নের পর একই স্থানে ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টা এবং ২৫ এপ্রিল বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি।