ঈদে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এল ইজি ফ্যাশন
Published: 20th, March 2025 GMT
মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। আর সেই উৎসবের খুশিতে যদি বাহারি ডিজাইনের বৈচিত্র্যময় নতুন নান্দনিক পোশাক না থাকে তাহলে ঈদের আনন্দই যেন মাটি হয়ে যায়।
প্রতি বছরের মত এবারের ঈদেও লাইফস্টাইল ব্র্যান্ড ‘ইজি ফ্যাশন’ সৌন্দর্য পিপাসু ফ্যাশন সচেতন মানুষদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন রংয়ের পাঞ্জাবি।
আর সেই রঙে ভিন্নতা এনে ফ্যাশন প্রিয়দের মন রাঙাতে আকর্ষণীয় সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গে সেজেছে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় ব্র্যান্ড ‘ইজি’ ফ্যাশন হাউসের আউটলেটগুলো। ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে বরবারই একধাপ এগিয়ে ইজি।
সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখেই তাদের ঈদ আয়োজন। এবারের ঈদে বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে ইজি শোরুমগুলোতে। এবারের বিশেষ আয়োজন থাকছে নতুন নতুন ডিজাইন সব পাঞ্জাবি। এছাড়া রয়েছে অসংখ্য নতুন ডিজাইনের টি-শার্ট, পলো-শার্ট, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট।
ইজির স্বত্তাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, “শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য। ঢাকা ছাড়াও আমাদের বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে।”
পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোনো আউটলেটে।এছাড়া অনলাইনেও (https://www.
ঢাকা/হাসান/এসবি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সেইলরের বৈশাখ আয়োজন
বৈশাখ মানেই বাঙালির কাছে নতুন বছরের নতুন উৎসব। বৈশাখের এই আনন্দ ও উৎসব সকল নারী, পুরুষ ও শিশুদের মাঝে ছড়িয়ে দিতে সেইলর নিয়ে এসেছে বৈচিত্র্যময় বৈশাখ কালেকশন।
সেইলরের বৈশাখ কালেকশনে রয়েছে পুরুষের পাঞ্জাবি, পাঞ্জাবি সেট। নারীদের জন্য এসেছে সালোয়ার স্যুট, টু পিস ও কুর্তি এবং বাচ্চাদের জন্য রয়েছে ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের জন্য রয়েছে থ্রি পিস, টু পিস ও নানা রঙের কুর্তি কালেকশন।
বৈশাখের গরম আবহাওয়ায় আরামের জন্য পুরুষদের পাঞ্জাবিতে সুনিপুণ ডিজাইনের সেইলর রেয়ন পপলিন, সেইলর ভয়েল, লুম জ্যাকার্ড এবং সেইলর গ্রিড লাক্সারি এর মত নানান প্রিমিয়াম ফ্যাব্রিক বেছে নেওয়া হয়েছে। নারীদের পোশাকেও সেইলর রেয়ন পপলিন, সেইলর রেয়ন জ্যাকার্ড ব্লেন্ডেড স্লিক, শিফন সহ সবচেয়ে আরামদায়ক ফ্যাব্রিকের প্রাধান্য দেয়া হয়েছে।
বৈচিত্র্যময় রঙ নির্বাচন করার পাশাপাশি নিখুঁতভাবে এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট মিডিয়া ইত্যাদির মাধ্যমে ট্রেন্ডি সকল ডিজাইনে বৈশাখের কালেকশন সাজিয়েছে সেইলর।
পরিবারের সব সদস্যের সাথে নিয়ে বৈশাখ পালন করতে সেইলরে নিয়ে এসেছে কাপল, বাবা-ছেলে এবং মা-মেয়ে সহ আরো বিভিন্ন কম্বো কালেকশন।
বাংলা নতুন বছরের নতুন ডিজাইনের বৈশাখের সকল কালেকশন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সেইলরের সকল আউটলেট ও অনলাইনে।