সুন্দর আড়াইহাজার গড়ার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব : আজাদ
Published: 20th, March 2025 GMT
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, দেশ ও মানুষের কল্যাণে সুন্দর আড়াইহাজার গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। যেখানে থাকবে না কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। আসুন ইফতারের আগ মুহূর্তে আমরা আজকে এই শপথ গ্রহণ করি।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে আড়াইহাজারের পাচরুখীতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সতগ্ৰাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, আজকের ইফতার মাহফিল থেকে আপনারা বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তিনি চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন পুরোপুরি সুস্থ হয়ে যেনো আমাদের মাঝে ফিরে আসেন।
দোয়া করবেন প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্য আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং সর্বোপরি আপনারা দোয়া করবেন জিয়া পরিবার ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদের জন্য।
দোয়া করবেন আমাদের সকলের পছন্দের নেতা ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জনাব তারেক রহমানের জন্য। তিনি যেভাবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন আল্লাহ যেন তাকে সুস্থ ও দীর্ঘায়ু দান করেন আমিন।
সাতগ্ৰাম ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মান্নান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আতাউর মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, বিএনপির সহ-সভাপতি শাকিল মিয়া, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়াসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র স র জন য করব ন রহম ন
এছাড়াও পড়ুন:
অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
মন্ত্রিসভার ভোটের মাধ্যমে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানকে শুক্রবার বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তার ওপর আর বিশ্বাস নেই বলে মন্তব্যের কয়েকদিন পর রোনেন বারকে বরখাস্ত করা হলো।
আল-জাজিরা অনলাইন জানিয়েছে, এটি ইসরায়েলে নজিরবিহীন পদক্ষেপ। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকার তার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার প্রধানকে বরখাস্ত করার পক্ষে ভোট দিয়েছে।
নেতানিয়াহু সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “সরকার সর্বসম্মতিক্রমে আইএসএ পরিচালক রোনেন বারের পদের মেয়াদ শেষ করার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে।”
বিবৃতিতে বলা হয়েছে, তার উত্তরসূরী নিযুক্ত হওয়ার পর অথবা সর্বোচ্চ ১০ এপ্রিলের মধ্যে রোনেন তার পদ ছেড়ে দেবেন।
রবিবার নেতানিয়াহু ‘চলমান আস্থার অভাব’ উল্লেখ করে রোনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। ১৯৯৩ সালে রোনেন সংস্থায় যোগদান করেছিলেন।
রোনেন বার অভিযোগ করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী অনেক কিছু এড়াতে চাইছেন। নেতানিয়াহু ৭ অক্টোবর ইসরায়েলের নিরাপত্তা ব্যর্থতার অভ্যন্তরীণ তদন্ত এড়াতে চাইছেন এবং তিনি তার নিজস্ব রাজনৈতিক এজেন্ডাও এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এছাড়া নেতানিয়াহু চেয়েছিলেন, কোনো ধরনের চুক্তিতে পৌঁছানো ছাড়াই তিনি যেন গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা করেন। এ কারণে প্রায় এক মাস আগে সেই আলোচনা থেকে তিনি দূরে সরে এসেছিলেন।
ঢাকা/শাহেদ