মেসি–দিবালার অনুপস্থিতিতে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার
Published: 20th, March 2025 GMT
মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। চোটের কারণে এই ম্যাচ এবং ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই প্রশ্নটি ওঠে, আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরবেন কে?
আরও পড়ুনবাবার দেশ নয়, মায়ের দেশের হয়ে খেলবেন বুফনের ছেলে৯ ঘণ্টা আগেমেসির অনুপস্থিতিতে অ্যাটাকিং মিডফিল্ডার পাওলো দিবালা এর আগে ১০ নম্বর জার্সি পরেছেন। মার্চের দুটি ম্যাচে দিবালা আর্জেন্টিনা স্কোয়াডে থাকলেও তাঁর ১০ নম্বর জার্সি পরা হচ্ছে না। আসলে তাঁর মাঠেই নামা হচ্ছে না, কারণ, মেসির মতো দিবালাও চোট পেয়ে ছিটকে গেছেন। মেসির পাশাপাশি নিকট অতীতে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরা অন্য খেলোয়াড়টি দিবালাই। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে গত বছর সেপ্টেম্বরে ১০ নম্বর জার্সি পরে বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন রোমা তারকা। কিন্তু মেসির মতো দিবালাও বাঁ ঊরুতে চোট পেয়ে ছিটকে যাওয়ায় আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডে শুধু একজনই আছেন, যাঁর অতীতে জাতীয় দলের ১০ নম্বর জার্সি পরার অভিজ্ঞতা হয়েছে।
আনহেল কোরেয়া এর আগে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে খেলেছেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাস পেরিয়ে ভিকির সিনেমার আয় কত?
রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল অভিনীত আলোচিত সিনেমা ‘ছাবা’। গত ১৪ ফেব্রুয়ারি ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পায় এটি। রাশমিকা মান্দানা অভিনীত চলতি বছরে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এটি।
লক্ষ্মণ উতেকার পরিচালিত এই সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৯৪ কোটি টাকা। তবে মুক্তির প্রথম দিনই বক্স অফিসে সাড়া ফেলে এটি। দীর্ঘদিন সেই ধারাবাহিকতা বজায় ছিল। এখন আয়ের গ্রাফ ওঠানামা করছে। তবে আয় অনেক কমে গিয়েছে। এ পর্যন্ত কত টাকা আয় করেছে সিনেমাটি?
স্যাকনিল্কের তথ্য অনুসারে, গত ৩৫ দিনে ‘ছাবা’ সিনেমা শুধু ভারতে আয় করেছে ৬৮০.১৫ (গ্রস) কোটি রুপি। বিদেশে আয় করেছে ৯০.৩৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৭০.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৮৪ কোটি ৯২ লাখ টাকার বেশি)।
আরো পড়ুন:
১৯৪ কোটি বাজেটের সিনেমার আয় ১ হাজার ৩ কোটি টাকা
ছাবা ঝড়: ২৩ দিনে আয় ১ হাজার কোটির দুয়ারে
‘ছাবা’ সিনেমার গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এগিয়েছে। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ন করেছেন অক্ষয় খান্না। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।
তা ছাড়াও অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি, দিব্যা দত্ত প্রমুখ। দীনেশ বিজন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৯৪ কোটি ৩১ লাখ টাকার বেশি)।
ঢাকা/শান্ত