ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক ভারতীয় গবেষককে আটক করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিষয়ক কর্তৃপক্ষ। ওই ব্যক্তির নাম বদর খান সুরি। তিনি যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এর কিছুদিন আগে একই অভিযোগে আরও এক ভারতীয় নাগরিকের ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

পলিটিকোর রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সরকার সুরির বিরুদ্ধে হামাসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে।

ওই ঘটনার কিছুদিন আগে হামাসকে সমর্থনের অভিযোগে ট্রাম্প প্রশাসন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রজনি শ্রীনিবাসনের স্টুডেন্ট ভিসা বাতিল করে। ১১ই মার্চ যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃক গ্রেপ্তারের ভয়ে নিজের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন শ্রীনিবাস।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের ছেত্রি চ্যালেঞ্জ

২০২৪ সালের ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিপক্ষে ম্যাচই ছিল ভারতের জার্সিতে সুনীল ছেত্রির শেষ ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলকে সুনীলের বিদায় বলার পর ভারতও যেন জিততে ভুলে গিয়েছিল। ১৬ মাসে ১২ ম্যাচ খেলা দলটি পারেনি কোনো ম্যাচ জিততে। কোচ মানোলো মার্কুয়েজের ওপর বাড়তে থাকে চাপ। বরখাস্ত হওয়ার শঙ্কায় থাকা মানোলো ডাক দিলেন ছেত্রিকে। 

২৫ মার্চ শিলংয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কোচের ডাকে সাড়া দিয়ে ৪০ বছর বয়সী ভারতীয় ফুটবলের এ তারকা ফিরলেন অবসর ভেঙে। ভারতও ফিরল জয়ে। বুধবার শিলংয়ে প্রীতি ফুটবল ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ভারত জিতেছে ৩-০ গোলে। এই জয়ে ছেত্রি করেছেন এক গোল। গোলের পর উদযাপন প্রকাশ করতে গিয়ে তাঁর চোখের কোণে জল এসেছিল। ভারতের জার্সিতে তাঁর গোলসংখ্যা হলো ৯৫। গোল করে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা এ তারকা জানিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। বয়স তাঁর কাছে স্রেফ সংখ্যা। বলা যায়, এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ এখন সুনীল ছেত্রি।

ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাংলাদেশের আতঙ্ক ছেত্রি। এক-দু’বার নয়, বহুবার বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছিলেন তিনি। ২০২১ সালের ৪ অক্টোবর মালেতে বাংলাদেশের বিপক্ষে গোল করেছিলেন তিনি। তাই তো শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দুর্ভাবনার নাম বেঙ্গালুরুর এ ফরোয়ার্ড। অনেকের ধারণা, বাংলাদেশে যখন ইংল্যান্ড প্রবাসী হামজা এসেছেন, তাঁকে টেক্কা দেওয়ার জন্যই ভারত ফিরিয়ে এনেছে ছেত্রিকে। 

শেফিল্ড ইউনাইটেডে হামজা ডিফেন্সে খেলেন আর ছেত্রি হলেন ফরোয়ার্ড। তাই ভারতের আক্রমণ আর বাংলাদেশের রক্ষণভাগের লড়াইয়ের ভেতরে মূল লড়াই হবে মূলত হামজা ও ছেত্রির মধ্যে। যে লড়াইয়ে হামজাকে এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। বুধবার সংবাদ সম্মেলনে জামাল দুই তারকার কে সেরা বলতে গিয়ে এভাবে ব্যাখ্যা করেছেন, ‘দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম তারকা ছেত্রি। তবে হামজা কিন্তু প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার।’

সম্পর্কিত নিবন্ধ