গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। রাজধানীর পল্টনে বায়তুল মোকাররমের উত্তর গেটে মহানগর দক্ষিণ এবং বাড্ডায় মহানগর উত্তর জামায়াত বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। 

দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল সমাবেশে বলেছেন, বাংলাদেশের পাসপোর্টে ইজরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে। অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের জনগণের পক্ষে ইজরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতানিয়াহুর বিচারের দাবি জানাতে হবে।

সমাবেশে বক্তৃতা করেন মহানগর দক্ষিণের সেক্রেটারি ড.

শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসাইন প্রমুখ। সমাবেশ শেষে উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিল মৎস্য ভবন হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। এতে হাজারো মানুষ অংশ নেন।

মহানগর উত্তরের বিক্ষোভ বিশাল উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে রামপুরা ব্রিজে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। সভায় উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তৃতা করেন সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা, ডা.ফখরুদ্দিন মানিক প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ম য় ত ইসল ম ইসর য় ল

এছাড়াও পড়ুন:

গাইবান্ধার সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার দিনাজপুরে আটক

দিনাজপুরে পুলিশের হাতে আটক হয়েছেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির

সম্পর্কিত নিবন্ধ