নাটোরে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আওতায় নাটোর এরিয়ার ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ডায়াবেটিস, ব্লাড প্রেসার, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ ) সকাল ১০টায় ওয়ালটন প্লাজা নাটোর এরিয়ার উদ্যোগে নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীপুর বাজারে কিস্তি মেলার প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার রিজিওনাল সেলস ম্যানেজার মো.

তৌফিকুর রহমান সুমেল, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মো. আমিনুর ইসলাম, নাটোর ওয়ালটন প্লাজার ম্যানেজার দেওয়ান শাহ আলম, নাটোর মাদ্রাসা মোড় ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. মামুনুর রশিদ, বনপাড়া ওয়ালটন মডেল প্লাজার ম্যানেজার মো. মহিদুল আলম, লালপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার সঞ্জিত গুহ প্রমুখ।

চিকিৎসাসেবা দেন নাটোর প্রাইম ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. আলমগীর হোসেন এবং তার সহকারী রুহী খাতুন। 

ডায়াবেটিস, ব্লাড প্রেসার, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলারও আয়োজন করা হয়। এতে ওয়ালটনের গ্রাহকসহ সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তারা এসব সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকে ওয়ালটনের বিভিন্ন পণ্য দেখে কেনার আগ্রহ প্রকাশ করেন। পণ্যও কেনেন অনেকে।

চিকিৎসাসেবা নিতে আসা সালেহা বেগম, আয়েশা খাতুন, রুবি খাতুন, তাজুল ইসলাম, সাজেদুল ইসলাম ও আইয়ুব আলী জানান, ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে তারা ওয়ালটন পরিবারের কাছে কৃতজ্ঞ। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে তারা অনেক খুশি। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে ওয়ালটন কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানিয়েছে ওয়ালটন প্লাজার কর্মকর্তারা।

ঢাকা/আরিফুল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রমনা বটমূলে গান–কবিতা–উচ্ছ্বাসে ছায়ানটের বর্ষবরণ, বিভাজন ভাঙার প্রত্যয়

পুব আকাশে সবে লাল সূর্য উঠতে শুরু করেছে। মঞ্চে প্রস্তুত শিল্পীরা। সামনে দর্শকসারিতে ভিড় জমে গেছে। শিল্পী সুপ্রিয়া দাশ গেয়ে উঠলেন ‘ভৈরবী’ রাগালাপ। এর মধ্য দিয়ে শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩২ বরণের পালা। আজ সোমবার ভোরে রাজধানীর রমনা বটমূলে এর আয়োজন করে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।

রাগালাপের পর ‘নূতন প্রাণ দাও, প্রাণসখা’ সম্মেলক গান শোনান ছায়ানটের শিল্পীরা। ‘তিমির দুয়ার খোলো’ একক গান পরিবেশন করেন শিল্পী দীপ্র নিশান্ত। পাখিডাকা ভোরে, সবুজের আচ্ছাদনে দর্শনার্থীরা যেন মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন এ আয়োজন।

এরপর একে একে ২৫টি রাগালাপ, গান আর আবৃত্তি পরিবেশন করা হয়। সকাল সাড়ে আটটার দিকে ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সংগীত। এ সময় কণ্ঠ মেলান উপস্থিত হাজারো দর্শক। এর মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হয়।

তবে অনুষ্ঠান শেষের আগে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, ফিলিস্তিনের গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যায়, বিশেষ করে শিশু হত্যার তীব্র নিন্দা জানান তাঁরা। ফিলিস্তিনিরা আপন ভূমি রক্ষায় যে সংগ্রাম করছেন, তার প্রতিও সংহতি জানানো হয়।

এবার বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’। রমনার বটমূল, ঢাকা, ১৪ এপ্রিল

সম্পর্কিত নিবন্ধ