ভারতীয় বাংলা সিনেমার তারকা জুটি ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা। দুই বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। তারপর ১৫ বছর সংসার করেন। এক যুগের বেশি সময় সংসার করার পরও ভেঙে গেছে এ জুটির বিয়ে।

অভিযোগ রয়েছে, অভিনেত্রী ইশা সাহার সঙ্গে পরকীয়া সম্পর্কের কারণে এই সংসার ভেঙেছে। যদিও ইশা তা নাকচ করেছেন। এরই মধ্যে সৃজিত মুখার্জি ঘোষণা করেছেন তার ‘লহ গৌরাঙ্গের রে’ সিনেমায় অভিনয় করবেন ইন্দ্রনীল ও ইশা। তারপর এ জুটির পুরোনো অধ্যায় চর্চার পাঠ্য হয়েছে। এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যম কথা বলেছে ইশার সঙ্গে।

ইন্দ্রনীল-বরখার সংসার ভেঙে গেছে

আরো পড়ুন:

নিজের চোখে সন্তানের বেড়ে ওঠা দেখতে চাই: পরমব্রত

কবীর সুমনকে কেন ‘জিহাদি’ বললেন তসলিমা?

আপনারা ফের একসঙ্গে পর্দায় ফিরছেন; তাহলে গুঞ্জন কী নতুন করে শুরু হবে? এ প্রশ্নের জবাবে ইশা সাহা বলেন, “গুঞ্জন বাড়বে না কমবে— বিষয়টি নিয়ে আর মাথা ঘামাই না। কারণ আমি কিছু করলেও লোকে বলবে, না করলেও।”

নায়ক যদি কেক এনে শুটিং সেটে জন্মদিন উদযাপন করেন, কিংবা একান্তে সময় কাটান তবে তো মানুষ নিন্দা করবেই! এ কথা বলার পর ইশা সাহা বলেন, “এটা খুব বাজে রটনা। ইন্দ্রনীলদা কেক আনেননি। শুটিংয়ের সময় কারো জন্মদিন এলে ইউনিট থেকে কেক আনানো হয়। সকলে মিলে উদযাপনে যোগ দেন। ‘তরুলতার ভূত’ সিনেমার আগে ইন্দ্রনীলদাকে চিনতামও না। ফলে আলাদা করে সময় কাটানোর প্রশ্নই উঠে না।”

বিষয়টি বিশদে ব্যাখ্যা করে ইশা সাহা বলেন, “মানুষ আমাদের শুটিং দেখতে পান না। ফলে বুঝতেও পারেন না, আমরা কতটা পরিশ্রম করি। একটা চরিত্র ফোটানো কতটা চাপের! মানুষ ভাবেন, আমরা বোধহয় হইহই করে দিন কাটাই। নায়কদের সঙ্গে প্রেম করি, একান্তে সময় কাটাই। দিন শেষে মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়ি ফিরি। বিশ্বাস করুন, সেটে আমাদের দম ফেলার সময় থাকে না। একান্তে সময় কাটানো অনেক দূরের কথা।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র সময় ক ট এক ন ত

এছাড়াও পড়ুন:

হিটে ষষ্ঠ হয়ে বিদায় বাংলাদেশের জহিরের

বিশ্ব অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম অংশ নিয়েছেন জহির রায়হান। আজ চীনের নানজিংয়ে ৪০০ মিটার দৌড়ে জহির তাঁর হিটে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন।

হিটে  দৌড় শেষ করতে বাংলাদেশের এই অ্যাথলেট সময় নেন ৪৯.৮৪ সেকেন্ড। সব মিলিয়ে ছেলেদের ৪০০ মিটারে ২৯ জনের মধ্যে জহির হয়েছেন ২৫তম।

বিশ্ব ইনডোরে বাংলাদেশের অ্যাথলেটদের লক্ষ্যই থাকে টাইমিংয়ে উন্নতি করা। ২০২৪ সালে গ্লাসগোতে এই প্রতিযোগিতার সেমিফাইনালের ২ নম্বর হিটে দৌড়ান ইমরানুর রহমান। ৬.৭০ সেকেন্ড সময় নিয়ে আট প্রতিযোগীর মধ্যে অষ্টম হয়েছিলেন তিনি। আর সব মিলিয়ে ২৪ জনের মধ্যে ইমরানুরের অবস্থান ছিল ২১তম।

এর আগে ২০২২ সালে বেলগ্রেডে হওয়া বিশ্ব ইনডোরের সেমিফাইনাল থেকে বিদায় নেন ইমরানুর। হিটে সময় নেন ৬.৬৪ সেকেন্ড। যদিও সেবার দৌড় শেষ করতে পারেননি।

গত মাসে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসের ৪০০ মিটার দৌড়ে দশমবারের মতো সোনা জেতেন জহির। যেখানে প্রথম হতে তাঁর লেগেছিল ৪৭.৭২ সেকেন্ড।

এ ছাড়া ২০২৪ সালে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার দৌড়ে রুপা জেতেন জহির। তখন তাঁর টাইমিং ছিল ৪৮.১০ সেকেন্ড, যা এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারসেরা টাইমিং। সেবার হিটে প্রথম হতে জহির সময় নেন ৪৮.৮৪ সেকেন্ড।

গত দুই আসরের মতো এবারও বিশ্ব অ্যাথলেটিকসে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যপ্রবাসী ইমরানুর রহমানের। কিন্তু তিনি ‘না’ বলায় জহিরকে মনোনীত করে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।

সম্পর্কিত নিবন্ধ