ভারতীয় বাংলা সিনেমার তারকা জুটি ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা। দুই বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। তারপর ১৫ বছর সংসার করেন। এক যুগের বেশি সময় সংসার করার পরও ভেঙে গেছে এ জুটির বিয়ে।

অভিযোগ রয়েছে, অভিনেত্রী ইশা সাহার সঙ্গে পরকীয়া সম্পর্কের কারণে এই সংসার ভেঙেছে। যদিও ইশা তা নাকচ করেছেন। এরই মধ্যে সৃজিত মুখার্জি ঘোষণা করেছেন তার ‘লহ গৌরাঙ্গের রে’ সিনেমায় অভিনয় করবেন ইন্দ্রনীল ও ইশা। তারপর এ জুটির পুরোনো অধ্যায় চর্চার পাঠ্য হয়েছে। এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যম কথা বলেছে ইশার সঙ্গে।

ইন্দ্রনীল-বরখার সংসার ভেঙে গেছে

আরো পড়ুন:

নিজের চোখে সন্তানের বেড়ে ওঠা দেখতে চাই: পরমব্রত

কবীর সুমনকে কেন ‘জিহাদি’ বললেন তসলিমা?

আপনারা ফের একসঙ্গে পর্দায় ফিরছেন; তাহলে গুঞ্জন কী নতুন করে শুরু হবে? এ প্রশ্নের জবাবে ইশা সাহা বলেন, “গুঞ্জন বাড়বে না কমবে— বিষয়টি নিয়ে আর মাথা ঘামাই না। কারণ আমি কিছু করলেও লোকে বলবে, না করলেও।”

নায়ক যদি কেক এনে শুটিং সেটে জন্মদিন উদযাপন করেন, কিংবা একান্তে সময় কাটান তবে তো মানুষ নিন্দা করবেই! এ কথা বলার পর ইশা সাহা বলেন, “এটা খুব বাজে রটনা। ইন্দ্রনীলদা কেক আনেননি। শুটিংয়ের সময় কারো জন্মদিন এলে ইউনিট থেকে কেক আনানো হয়। সকলে মিলে উদযাপনে যোগ দেন। ‘তরুলতার ভূত’ সিনেমার আগে ইন্দ্রনীলদাকে চিনতামও না। ফলে আলাদা করে সময় কাটানোর প্রশ্নই উঠে না।”

বিষয়টি বিশদে ব্যাখ্যা করে ইশা সাহা বলেন, “মানুষ আমাদের শুটিং দেখতে পান না। ফলে বুঝতেও পারেন না, আমরা কতটা পরিশ্রম করি। একটা চরিত্র ফোটানো কতটা চাপের! মানুষ ভাবেন, আমরা বোধহয় হইহই করে দিন কাটাই। নায়কদের সঙ্গে প্রেম করি, একান্তে সময় কাটাই। দিন শেষে মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়ি ফিরি। বিশ্বাস করুন, সেটে আমাদের দম ফেলার সময় থাকে না। একান্তে সময় কাটানো অনেক দূরের কথা।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র সময় ক ট এক ন ত

এছাড়াও পড়ুন:

গজারিয়ায় গরম বিলেট মাথায় পড়ে শ্রমিক নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি কারখানায় গরম বিলেট (রড উৎপাদনের মধ্যবর্তী কাঁচামাল) মাথায় পড়ে মোহাম্মদ আলী (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা। তিনি ওই কারখানার প্রোডাকশন বিভাগে কাজ করতেন।

শ্রমিকরা জানান, শুক্রবার রাতে নাইট শিফটে কাজ করছিলেন মোহাম্মদ আলী। হঠাৎ অসাবধনতাবশত গরম বিলেট মাথায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আরো পড়ুন:

হত্যাচেষ্টা মামলায় কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার গ্রেপ্তার

মায়ের বিরুদ্ধে দেড় বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ

গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য মন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ