সিলেটে হাসপাতালের সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, তদন্ত কমিটি
Published: 20th, March 2025 GMT
সিলেটের ইবনে সিনা হাসপাতালের সাইনবোর্ডে হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে নগরের ইবনে সিনা হাসপাতালের সাইনবোর্ডে এ লেখা ভেসে ওঠে। এ সময় প্রত্যক্ষদর্শী অনেকে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের সোবহানীঘাট এলাকার ইবনে সিনা হাসপাতালের দুটি ভবনের বাইপাস লেনের সংযোগস্থলে ডিজিটাল সাইনবোর্ড লাগানো আছে। ওই সাইনবোর্ডে গতকাল রাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে ওঠে। সাইনবোর্ডের অন্য পাশে ‘তালামিজে যোগ দিন’ লেখাও দেখতে পান প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা।
এ ঘটনায় ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক মুদাব্বির হোসেনকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। গতকাল রাতেই হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) কর্নেল (অব.
কমিটির অন্য তিন সদস্য হলেন হাসপাতালের পরিচালক আবদুল কাদের খান, সিএমও মেজর (অব.) আবদুস সালাম চৌধুরী, হাসপাতালের ব্যবস্থাপক (অ্যাডমিন অ্যান্ড ইনচার্জ) আলী হায়দার মো. তানভীর। জানতে চাইলে আলী হায়দার মো. তানভীর জানান, এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজৈরে দাঙ্গা ঠেকাতে ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত