ফিলিস্তিনের গাজা উপত্যাকায় বর্বরোচিত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা। আমলা বাজারে তরুণদের হাতে গড়ে ওঠা সংগঠন 'পাঠক সমাদর' এ বিক্ষোভের আয়োজন করে। 

আজ বৃহস্পতিবার বাদ আসর বিক্ষোভে অংশ নেন ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বিক্ষোভে ‘ইসরায়েলি সন্ত্রাস, বন্ধ করো বন্ধ করো’, ‘ফিলিস্তিনের রক্ত, বৃথা যেতে দেব না’ এবং ‘ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’ স্লোগান দেওয়া হয়। বিক্ষোভে স্থানীয় কয়েকজন গণমান্য ব্যক্তি বক্তব্য দেন।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল

এছাড়াও পড়ুন:

গাজায় বর্বর হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টায় নগরের আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে জামায়াতে ইসলামীর নগর শাখা।

জিরোপয়েন্টে, সাহেববাজার, সোনাদিঘী, জাদুঘর মোড়, হেতেমখাঁ, বাটার মোড় গণকপাড়া হয়ে মিছিলটি জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানানো হয়। এছাড়া এই নৃশংসতার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন ও কর্মপরিষদ সদস্য হাফেজ নুরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • আ. লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
  • আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
  • আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
  • শেখ হাসিনা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত: শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
  • মার্কিন সাম্রাজ্যবাদের এক হাত ইসরায়েল হলে আরেক হাত সৌদি আরব: আনু মুহাম্মদ
  • ফিলিস্তিনের মানুষের মুক্তির লড়াই আমাদেরও: সিরাজুল ইসলাম চৌধুরী
  • গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ জামায়াতের
  • ইসরায়েলের নৃশংসতা নিয়ে যদি সবাই মুখ খুলত
  • গাজায় বর্বর হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ