ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্টে ৩০০ রান!

এখন পর্যন্ত দেখা যায়নি। তবে ২০২৫ আইপিএলেই দেখা যেতে পারে বলে ধারণা শুবমান গিলের। একই ধারণা এবি ডি ভিলিয়ার্সেরও। এই ধারণা কিন্তু হাওয়া থেকে পাওয়াও নয়। সর্বশেষ আইপিএলের চিত্র আর আন্তর্জাতিক টি–টোয়েন্টির তুলনায় আইপিএলে ব্যাটসম্যান–বান্ধব নানা নিয়মের কারণেই দলগত ৩০০ রান হওয়ার সম্ভাবনা আছে যথেষ্টই।

এখন পর্যন্ত আইপিএল হয়েছে ১৭ বার। এর মধ্যে সর্বোচ্চ ১০ ইনিংসের ৯টিই ২০২৪ আসরের। গত বছর আইপিএলে আড়াই শ রানের ঘর ছোঁয়া ইনিংস দেখা গেছে ৯টি। ২৪০–এর বেশি রানের ইনিংস ছিল আরও তিনটি। এমনকি একটি ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ২৬২ রানের লক্ষ্য ৮ বল বাকি রেখে ছুঁয়ে ফেলেছিল পাঞ্জাব কিংস।

গুজরাট টাইটানস অধিনায়ক গিল মনে করেন, আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকায় প্রতিটি দলই একজন বাড়তি ব্যাটসম্যান বা বোলার ব্যবহার করতে পারায় বিশেষ সুবিধা পাচ্ছে। যা দলগুলোর ইনিংস বড় করার ক্ষেত্রে ভূমিকা রাখছে।

গুজরাট টাইটানস অধিনায়ক শুবমান গিল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভিনিসিয়ুসের অন্তিম মুহূর্তের গোলে হাপঁ ছেড়ে বাঁচল ব্রাজিল

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে, এমনিতেই ব্রাজিলের অবস্থান ছিল নড়বড়ে। আজ (২১ মার্চ, ২০২৫) সকালে যখন ম্যাচের শেষ বাঁশি বাজানোর অপেক্ষায় ছিলেন রেফারি তখন কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলের সমতায় ছিল সেলেসাওরা। তবে একদম শেষ দিকে ত্রাতা হয়ে আসলেন ভিনিসিয়ুস জুনিয়র।

যোগ করা সময়ের নবম মিনিটে দূরপাল্লার চোখ ধাঁধানো এক গোল করেন ভিনিসিয়ুস। ফলে ঘরের মাঠে ২-১ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসল ব্রাজিল। তবে আজকের ম্যাচে জয় না পেলে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে যেতে হতো দরিভাল জুনিয়রের দলকে।

বিস্তারিত আসছে......
 

আরো পড়ুন:

কলম্বিয়ার সামনে ছন্দহীন ব্রাজিল

আর্জেন্টিনার বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ