সবার আগে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিলো জাপান
Published: 20th, March 2025 GMT
আয়োজক দেশের বাইরে প্রথম দল হিসেবে ২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জাপান। আজ বৃহস্পতিবার (২০ মার্চ, ২০২৫) ‘সি’ গ্রুপে নিজেদের সপ্তম ম্যাচে বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে সবার আগে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে জাপান।
অবশ্য শুরুতে খুব একটা আলো ছড়াতে পারেনি এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে গ্রুপ ‘সি’র শীর্ষ দল জাপান। তবে ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড কামাদা ৬৬তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৮৭তম মিনিটে কুবো আরেকটি গোল যোগ করে। তাতে নিশ্চিত হয় ২-০ ব্যবধানের জয়। নিশ্চিত হয় আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে তাদের খেলা। এ নিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্বকাপে খেলবে এশিয়ার দেশটি।
এর আগে আজ অস্ট্রেলিয়া ৫-১ গোলে ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় পায়। তাতে বাহরাইনের বিপক্ষের ম্যাচে জাপান কেবল ড্র করলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেত। কিন্তু সামুরাই ব্লুরা সেই পথে হাঁটেনি। তারা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জয় নিয়ে মাঠ ছাড়ে। প্রায় ৬০ হাজার দর্শকের সামনে কুবোর দারুণ পাস থেকে বল পেয়ে বদলি খেলোয়াড় হিসেবে নামা কামাদা বল জালে জড়িয়ে দেন। রিয়াল সোসিয়েদাদের তারকা কুবো শেষ মুহূর্তে বাঁ পায়ের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন। রেফারি ম্যাচ শেষ হওয়ার বাঁশিতে ফুঁক দিতেই জাপানি খেলোয়াড়রা মাঠে ছুটে যান এবং ঘরের মাঠের দর্শকদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন।
আরো পড়ুন:
কলম্বিয়ার সামনে ছন্দহীন ব্রাজিল
বিশ্বকাপ বাছাইপর্বের সূচি প্রকাশ, দেখে নিন বাংলাদেশের ম্যাচ কবে কোথায়
এশিয়ান বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে দুর্দান্ত ফর্মে থাকা জাপান এই ম্যাচের আগে পর্যন্ত পাঁচটি জয় ও একটি ড্র করেছিল। ৭ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে জাপান আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে টেবিলের দ্বিতীয় স্থানে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব শ বক প ব ছ ই ফ টবল
এছাড়াও পড়ুন:
২০২৫–২৬ অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হবে ৬.৫%: ফিচ রেটিংস
ভারতের প্রবৃদ্ধিতে রপ্তানি খাতের অবদান তুলনামূলকভাবে কম। সে কারণে যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে শুল্ক বাড়ালেও দেশটি বিশেষ ক্ষতির মুখে পড়বে না বলে মনে করছে ফিচ রেটিংস।
একই সঙ্গে আগামী দুই অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ফিচ রেটিংস। তারা বলেছে, ২০২৫-২৬ আর্থিক বছরে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৫ শতাংশ। পরের অর্থবছরে (পড়ুন ২০২৬-২৭) তা আরও কমে ৬ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৩ শতাংশ।
ভারতের চলতি আর্থিক বছর শেষ হবে আগামী ৩১ মার্চ। তার আগে আগামী দুই অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ফিচ রেটিং, আগামী আর্থিক বছরের ক্ষেত্রে ফিচ জিডিপি প্রবৃদ্ধির হার অপরিবর্তিত রেখেছে। তবে ২০২৬-২৭ অর্থবছরের পূর্বাভাস আগের তুলনায় ১০ ভিত্তি পয়েন্ট বাড়ানো হয়েছে।
চলতি মার্চ মাসে ‘ইকোনমিক আউটলুক রিপোর্ট’ প্রকাশ করেছে ফিচ রেটিং। সেখানে সমীক্ষক সংস্থাটি বলেছে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অতি আক্রমণাত্মক বাণিজ্য নীতি গ্রহণ করেছে ওয়াশিংটন। কিন্তু অবস্থানগত কারণে এতে খুব বেশি বিপদে পড়বে না নয়াদিল্লি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বাজেট পেশ করেছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানে আয়করে বিপুল ছাড়ের কথা ঘোষণা করেন তিনি। বিশ্লেষকদের একাংশের দাবি, এতে মানুষের হাতে অতিরিক্ত টাকা থাকবে। ফলে বাজারে ভোগ্যপণ্যের বিক্রি বাড়বে। ভারতের আর্থিক প্রবৃদ্ধিতে এটি সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন ফিচের সমীক্ষকেরা।
২০২৪ সালের ডিসেম্বর মাসে শেষ হওয়া প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ২ শতাংশ। ২০২৪-২৫ আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে যা ছিল ৫ দশমিক ৬ শতাংশ, গত সাতটি প্রান্তিকের মধ্যে যা সর্বনিম্ন।
সম্প্রতি ভারতের অর্থনীতি নিয়ে ‘মরগ্যান স্ট্যানলি’ বড় পূর্বাভাস দিয়েছে। তাদের দাবি, মাত্র তিন বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। অর্থাৎ ২০২৮ সালের মধ্যে নয়াদিল্লির জিডিপির আকার বার্ষিক ৫ দশমিক ৭০ লাখ কোটি ডলারে উঠবে।
২০২৩ সালে ভারতীয় অর্থনীতির আকার ছিল সাড়ে তিন লাখ কোটি ডলার। আগামী বছর সেটাই বেড়ে ৪ দশমিক ৭ লাখ কোটি ডলারে উন্নীত হবে বলে মনে করা হচ্ছে। ভারতের জিডিপির আকার সেই অঙ্ক ছুঁয়ে ফেললে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে তারা। তখন ভারতের সামনে থাকবে মাত্র তিনটি দেশ। সেগুলো হলো—যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানি। ২০২৮ সালের মধ্যে এই দৌড়ে বার্লিন পিছিয়ে পড়বে বলে স্পষ্ট করেছে মরগ্যান স্ট্যানলি।