দৈনিক সমকালের যুগ্ম বার্তা সম্পাদক রমাপ্রসাদ বাবুর বাবা রমেন্দ্র নারায়ণ সরকার পরলোকগমন করেছেন। বুধবার গভীর রাতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সাড়ারকোনা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বৃহস্পতিবার দুপুরে পারিবারিক শ্মশানঘাটে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

তাঁর মৃত্যুতে সমকাল পরিবারের পক্ষ থেকে সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মধ্যনগর উপজেলার ফারুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রমেন্দ্র নারায়ণ সরকার স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে অধ্যাপক ড.

রমা বিজয় সরকার সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান। মেজ ছেলে রমারঞ্জন সরকার মধ্যনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দুই মেয়ে মালা সরকার ও বেলা সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

রমেন্দ্র নারায়ণ সরকারের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন ঢাকা সাংবাদিক সংগঠন স্বজনের সভাপতি তপন দাস ও সাধারণ সম্পাদক অনিমেষ কর। এছাড়া বিভিন্ন সংগঠনসহ স্থানীয় শিক্ষক সমাজ ও গণমাধ্যমকর্মীরা তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

সুনামগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

সুনামগঞ্জের মধ্যনগরে ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল গণি (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল গণি ধোপাঘাটপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল গণির বাড়ির সামনের সড়কে খানাখন্দে ভরা ছিল। বুধবার বিকেলে সেই সড়কে মাটি ভরাটকে কেন্দ্র করে আব্দুল গণির সঙ্গে ভাতিজা সোহেল মিয়ার বাকবিতণ্ডা  হয়। একপর্যায়ে সোহেল উত্তেজিত হয়ে চাচা আব্দুল গণিকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আব্দুল গণিকে উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সজীব রহমান বলেন, ‘‘সড়কে মাটি ফেলাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাত চাচার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে, এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি।’’

ঢাকা/মনোয়ার/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • সুনামগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন