সংগীতাঙ্গনের জনপ্রিয় জুটি বালাম ও নাজমুন মুনিরা ন্যানসি। ‘কমন জেন্ডার’ সিনেমায় সর্বশেষ প্লেব্যাক করেন তারা। ২০১২ সালের ১২ জুন মুক্তি পায় এটি। সিনেমাটি মুক্তির কয়েক বছর আগে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এই যুগল। দীর্ঘ ১৫ বছর পর একসঙ্গে সিনেমার গান কণ্ঠে তুললেন তারা।
নির্মাতা কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ নামে একটি ওয়েব ফিল্মে প্লেব্যাক করেছেন বালাম-ন্যানসি। ‘মায়া মায়া লাগে’ শিরোনামের এ গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন।
ন্যানসি বলেন, “বালাম ভাই তো দারুণ একজন গায়ক। আমরা সর্বশেষ ‘কমন জেন্ডার’ সিনেমায় গেয়েছিলাম। মাঝে বালাম ভাই আর আমি একটি প্রতিষ্ঠানের হেপাটাইটিস বি’র সচেতনতামূলক ভিডিওতে কাজ করেছি। কিন্তু আমি আর বালাম ভাই ১৫ বছরের বেশি সময় পর একসঙ্গে গান করলাম। যদিও গানটির ভয়েস দেওয়ার সময় আমাদের দেখা হয়নি। আলাদা আলাদাভাবে ভয়েস নেওয়া হয়েছে। কিন্তু ভালো লাগছে দীর্ঘদিন পর ফের আমার আর বালাম ভাইয়ের একসঙ্গে গান আসায়। দারুণ রোমান্টিক একটি গান। আমার বিশ্বাস, গানটি দর্শকদের দারুণ পছন্দ হবে।”
আরো পড়ুন:
ঢাকায় পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদের কনসার্ট
ধানমন্ডির বত্রিশের ভাঙা বাড়িতে ন্যানসি
ন্যানসির প্রশংসা করে বালাম বলেন, “দীর্ঘদিন পর আমি আর ন্যানসি একসঙ্গে প্লেব্যাক করলাম। ন্যানসি তো অসাধারণ গায়। এবারের গানটিও দারুণ হয়েছে। পিউর রোমান্টিক একটি গান। দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।”
‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব-ফারিণ। ‘মায়া মায়া লাগে’ গানে তারাই পারফর্ম করেছেন। ফিল্মটিতে আরো অভিনয় করেছেন— সাইদুর রহমান পাভেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু প্রমুখ।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র একসঙ গ কর ছ ন
এছাড়াও পড়ুন:
ফের একসঙ্গে তারা
২০০৯ সালে শেষবার একসঙ্গে কাজ করেছিলেন গীতিকার জাহিদ আকবর ও লুৎফর হাসান। ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সালমার একক অ্যালবামে জাহিদ আকবরের লেখা গানে সুর করেন লুৎফর হাসান। এটিই ছিল তাদের শেষ কাজ।
দীর্ঘ ১৬ বছর পর আবার জাহিদ আকবরের লেখা গান সুর করলেন লুৎফর হাসান। কেবল তাই নয়, গানটিতে কণ্ঠও দিয়েছেন এই শিল্পী। সংগীতায়োজন করেছেন তরিক। গানটি নিয়ে ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।
জাহিদ আকবর বলেন, “আকাশ হয়ে যাই’ একটি ঘোরলাগা প্রেমের গান। গানের বিষয়, শব্দ, বাক্য, উপমা সবকিছুতে প্রেম মিশে আছে। গানটির সুর শুনেছি, বেশ আরামদায়ক একটা গান হয়েছে। বন্ধু লুৎফর হাসান নিজেও অসাধারণ গীতিকার। তার জন্য গান লেখা একটু কঠিন। এই কঠিন বিষয়গুলো করতে আমার ভালো লাগে। আকাশ হয়ে যাই সবার হোক।”
আরো পড়ুন:
কবীর সুমনকে কেন ‘জিহাদি’ বললেন তসলিমা?
আছিয়াকে নিয়ে পিজিতের প্রতিবাদী গান
তাদেরই আরেক বন্ধু সোমেশ্বর অলির লেখা ‘ঘুড়ি’ গান গেয়ে লুৎফর হাসান নিজের জায়গা পাকাপোক্ত করেন। যুগ পেরিয়ে তার ক্যারিয়ারে সফল গানের সংখ্যাও বেড়েছে। অন্যদিকে, অডিও ইন্ডাস্ট্রিতে জাহিদ আকবরের লেখা বিভিন্ন গান জনপ্রিয় হয়েছে। পাশাপাশি সিনেমার গানেও সফলতার স্বাক্ষর রেখেছেন।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, এবারের ঈদ আয়োজনে ‘আকাশ হয়ে যাই’ গানটির ভিডিও প্রকাশিত হবে তাদের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।
ঢাকা/রাহাত/শান্ত