দীর্ঘ আট ঘণ্টার ভ্রমণ শেষে ভারতের শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। স্থানীয় সময় বিকেল ৪টায় শিলংয়ে পৌঁছে প্রস্তুতির মাঠে নামে দল। এবার মোট ২৪ জনের স্কোয়াড নিয়ে সফরে গেছেন কোচ, কারণ দেশ ছাড়ার আগে চূড়ান্ত স্কোয়াড চূড়ান্ত করা হয়নি।

জাতীয় দলে নতুন করে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি। ইংল্যান্ড থেকে সরাসরি সিলেট হয়ে দলে যোগ দেন এই মিডফিল্ডার। নিজ জেলা হবিগঞ্জে এক রাত কাটিয়ে ১৮ মার্চ রাতে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি। এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা করেন।

হামজার দলে যোগ দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই আলোচনায় আসে আরেক চমক, অবসর ভেঙে ফেরত এসেছেন ভারতের তারকা ফরোয়ার্ড সুনীল ছেত্রী। আট মাসের বিরতির পর মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে ফিরেই গোল পান এই অভিজ্ঞ স্ট্রাইকার। সেই ম্যাচে ৩-০ গোলের জয় পায় ভারত। তবে ম্যাচে জয় পেলেও ইনজুরিতে পড়েছেন ভারতের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যা আসন্ন ম্যাচে তাদের জন্য বড় ধাক্কা হতে পারে।

এই সুযোগকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। প্রস্তুতির শেষ সময়গুলোতে ইতোমধ্যে পরিকল্পনা সাজাতে ব্যস্ত কোচ ক্যাবরেরা ও তার শিষ্যরা। ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিতে তাই এখন সবার চোখ শিলংয়ের ম্যাচের দিকেই।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ইউপি সদস্যের বাড়ি থেকে ১২৮ বস্তা ভিজিএফ চাল উদ্ধার

কিশোরগঞ্জের ইটনায় যৌথ বাহিনীর অভিযানে এক ইউপি সদস্যের বাড়ি থেকে ভিজিএফের ৩০ কেজি ওজনের ১২৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্ৰাম থেকে চালগুলো উদ্ধার করা হয়। অভিযুক্ত ইউপি সদস্যের নাম রোকন উদ্দিন। তিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য রোকন উদ্দিনের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ইউপি সদস্যের বাড়ির একটি টিনের ঘর থেকে ৩০ কেজি ওজনের ১২৮ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এলাকাবাসী অভিযোগ করেন, বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়া এবং ইউপি সদস্য মো. রোকন উদ্দিন নিজের লোকজন দিয়ে ভিজিএফ চাল উত্তোলন করে অবৈধভাবে মজুদ করে রেখেছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য মো. রোকন উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বর বন্ধ পাওয়া যায়।

বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আদিলুজ্জামান ভূঁইয়া অভিযোগ অস্বীকার করেন। তিনি উল্টো দাবি করেন, উপকারভোগীরা চাল উত্তোলন করে বিক্রি করেছে। ইউপি সদস্য তাদের কাছ থেকে চাল কিনেছেন।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ার হোসেন বলেন, ‘‘এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/রুমন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ