ছড়িয়েছে নতুন এক প্রেমের গল্প। কাহিনিতে প্রেমিক নিশান, প্রেমিকা জেরিন। ভালোবাসার শুরুর ঘটনাগুলো জানা যায়নি এখনো। সম্পর্কের কিছু পথ পেরিয়ে যাবার পর থেকে গল্পের বর্ণনা এমন—নিশানের জন্য ফুল কুড়িয়ে দেওয়ার ইচ্ছা জেরিনের; সঙ্গে কিছু ভুলও। ইচ্ছা কাজল চোখে নিশানের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে দেওয়ার।

নিশানের ইচ্ছাও কম কিছু না। জেরিনকে ভেবে সন্ধ্যা নামাতে চায় সে। জমানো কান্না আর অভিমান ভুলে ফিরে আসার বাসনা নিশানের। জেরিনও জানে, তাকে ছেড়ে নিশান আর কোথায় যাবে, কাকে বলবে ভালোবাসার কথা। তাই প্রেমিকার কাছে নিশানের হৃদয় উজাড় করা আকুতি, সে যেন নিশানকে ভালোবেসে আগলে রাখে, মনটাকে ছুঁয়ে দেয়। নিশানের বিশ্বাস, তার জন্ম–মৃত্যুও জানে, জেরিন ছাড়া তার জীবন শূন্য।

গল্পগুলো এসেছে গানে গানে। ‘একটুখানি মন’ শিরোনামের গানে এভাবেই বলা হয়েছে নিশান–জেরিনের ভালোবাসার গল্প। আজ বেলা ৩টায় প্রকাশ পেয়েছে ‘দাগি’ সিনেমার প্রথম গান। যে নিশান ও জেরিনের কথা বলা হচ্ছে, সেটি মূলত সিনেমার চরিত্রের নাম। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা।

‘একটুখানি মন’ গানের দৃশ্য। চরকি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাজেটের চার গুণ আয়, আসছে সেই দক্ষিণি ছবি

গত কয়েক বছরে মালয়ালম ইন্ডাস্ট্রি থেকে বেশ কয়েকটি আলোচিত থ্রিলার সিনেমা নির্মিত হয়েছে। গল্পের অভিনবত্ব আর বুদ্ধিদীপ্ত নির্মাণের কারণে অনেকগুলোই দর্শক ও সমালোচক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। সবশেষ গত সপ্তাহেই মুক্তি পেয়েছে চলতি বছরের একটি আলোচিত মালয়ালম সিনেমা ‘রেখাচিত্রম’। এবার আসছে আরেক ছবি ‘অফিসার অন ডিউটি’। খবর পিঙ্কভিলার

নাম শুনেই আন্দাজ করা যায়, এটি পুলিশি তদন্ত নিয়ে সিনেমা। গত ২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি।

‘অফিসার অন ডিউটি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ