কেন্দ্রীয় নেতা মিনু, বুলবুল, মিলনকে চিঠি দিয়ে সতর্ক করলেন মহানগর বিএনপির ৩ নেতা
Published: 20th, March 2025 GMT
কেন্দ্রীয় শীর্ষ তিন নেতা- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং বিএনপির ত্রাণ ও পূনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলনকে সতর্কীকরণ চিঠি দিয়েছে রাজশাহী মহানগর বিএনপি।
সোমবার দিবাগত রাতে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্যসচিব মামুন অর রশিদ এবং বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা স্বাক্ষরিত চিঠি দিয়ে তিন নেতাকে সতর্ক করা হয়। চিঠি পেয়ে বিএনপির এই শীর্ষ তিন নেতা বলেছেন, ‘মহানগর বিএনপির তিন নেতার রাজনৈতিক জ্ঞান ও শিষ্টাচারের অভাব রয়েছে। রাজনৈতিক প্রজ্ঞারও অভাব রয়েছে। দলীয় চেয়ারপারসনের রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানো, বিএনপিকে সুসংগঠিত করা এবং দ্রুত নির্বাচনের দাবিতে জনমত সৃষ্টি করতে তারা রাজপথে জনগণকে নিয়ে কাজ করছেন। এই চিঠি পাঠিয়ে তারা দলীয় চেয়ারপারসনকেই অপমান করেছেন।’
বিএনপির এই শীর্ষ তিন নেতাকে পাঠানো আলাদা চিঠিতে মহানগর বিএনপি উল্লেখ করেছে, মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলন বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকে রাজশাহী মহানগর বিএনপিকে অগ্রাহ্য করে মহানগর বিএনপির অধিনস্থ বিভিন্ন থানা ও ওয়ার্ডে বিএনপির দলীয় ব্যানার ব্যবহার করে কর্মসূচি পালন করছেন। তবে ওইসব ইউনিট নেতাদের না জানিয়ে তারা নিজ খেয়াল খুশিমত বিভিন্নজনকে সাংগঠনিক পদ পরিচয় করিয়ে দিচ্ছেন, যা গঠনতন্ত্র পরিপন্থি ও সংগঠনের চরম বিধিলঙ্ঘন।
চিঠিতে বলা হয়, এমন কর্মকাণ্ডে দলের ঐক্য বিনষ্টসহ বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যা বিএনপির কেন্দ্রীয় কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় সংগঠনের ঐক্য ও শৃঙ্খলার স্বার্থে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্কীকরণ করা হচ্ছে।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, ‘সংগঠনের শৃঙ্খলা ফেরাতে এই চিঠি দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে তারা সম্পর্ক রাখছেন না। মহানগরে কমিটি আছে। তারা কমিটির মাধ্যমে অনুষ্ঠান করতে পারেন। এটা না করে আমাদের আগের কমিটি দিয়ে কাজ করাচ্ছেন। এজন্য বিশৃঙ্খলা হতে পারে। ঐক্য বিনষ্ট হতে পারে।’
কেন্দ্রীয় নেতাদের মহানগর নেতারা কিভাবে চিঠি দেয়- জানতে চাইলে তিনি বলেন, ‘তারা কেন্দ্র, মহানগর হোক, যেকেউ হোক, তারেক রহমান আসলেও- আমাদের না বলে প্রোগ্রাম করবে? আমাদের জানাতে হবে। কারণ, আমরা প্রোগ্রাম আয়োজন করবো।’
রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব মামুন অর রশিদ বলেন, ‘যারা কমিটিতে নেই, তাদের কর্মসূচিতে তারা তিনজন যেন অংশ না নেন- এজন্য অনুরোধ করেছি।’
চিঠিতে সতর্কীকরণ লেখা থাকার বিষয়ে তিনি বলেন, ‘চিঠিতে যাই লেখা থাকুক, আপনি লেখেন, অনুরোধ করেছি।’
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, ‘দলের চেয়ারম্যান ছাড়া এটা কেউ করতে পারে না। এটা অবশ্যই তাদের বেয়াদবি। আমরা দলীয় চেয়ারপারসনের রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানো, বর্তমান সরকার একেক সময় একেক কথা বলে জনগনকে শঙ্কায় ফেলছে, দেশের আইনশৃঙ্খলা পুরোই বিপর্যয়ে, দ্রুত নির্বাচন এবং বিএনপিকে সুসংগঠিত করতে প্রতিদিনই ইফতার, দলীয় কর্মসূচিসহ রাজপথে আছি। এসব প্রোগ্রামে সবাইকেই ডাকা হয়। আয়োজকরাই ডাকে। তারা এ ধরণের চিঠি দিয়ে দলের চেয়ারপারসনকেই অপমান করেছেন। দলীয় গঠনতন্ত্র সম্পর্কে যারা জ্ঞানশূন্য; তারা এসবই করতে পারেন।’
বিএনপির ত্রাণ ও পূনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন বলেন, ‘ওরা না বুঝেই চিঠি দিয়েছে। ওরা বুঝে না। এদের পলিটিক্যাল জ্ঞান খুবই কম। জ্ঞান গরিমার অভাব। রাজনৈতিক প্রজ্ঞা ও শিষ্টাচারের অভাবে এটা করেছে। আমাদের যার যার নির্বাচনী এলাকায় আমরা নিয়মিত প্রোগ্রাম করছি।’
এ বিষয়ে বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে ফোন করেও পাওয়া যায়নি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গাজায় জোরালোভাবে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা
ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশির ভাগ অংশে শিগগিরই ‘জোরালোভাবে’ সামরিক অভিযান বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা উপত্যকার দক্ষিণে একটি ‘নিরাপত্তা অঞ্চলের’ নিয়ন্ত্রণ নিয়েছে। এটা রাফা ও খান ইউনিস শহরকে পৃথক করেছে।
এরই মধ্যে খান ইউনিস ও আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে আকাশপথে হামলার কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও হামাস কোনো হামলার অভিযোগ অস্বীকার করেছে।
টানা দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে দিয়ে গত ১৮ মার্চ থেকে গাজায় হামাসের ওপর আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে তারা গাজায় আরও বড় এলাকা দখল করেছে। হাজারো গাজাবাসীকে নতুন করে বাস্তুচ্যুত করেছে।
শনিবার কার্তজ বলেন, রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী সাবেক ইহুদি বসতি ‘মোরাগ এক্সিস’ এলাকার নিয়ন্ত্রণ নেওয়া সম্পন্ন করেছে ইসরায়েলি বাহিনী।
এর মধ্য দিয়ে গাজার খান ইউনিস থেকে দক্ষিণাঞ্চলীয় শহর রাফা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। গাজা উপত্যকার প্রায় এক–পঞ্চমাংশ ভূমিজুড়ে রয়েছে রাফা।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেন, শিগগির গাজার আরও বেশির ভাগ এলাকাজুড়ে বিস্তৃত হামলা জোরদার করবে ইসরায়েলের সামরিক বাহিনী। এসব এলাকার যুদ্ধক্ষেত্রগুলো থেকে মানুষদের সরিয়ে নিতে হবে। হামাসকে নির্মূল করা, জিম্মিদের মুক্ত করে আনা এবং যুদ্ধের অবসানের এটাই শেষ মুহূর্ত।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিতে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। জিম্মি করে গাজায় আনা হয় ২৫১ জনকে। ইসরায়েলের সরকারি তথ্য এটা।
এর জবাবে ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী, যা এখনো চলছে। নির্বিচার হামলায় উপত্যকাটিতে এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে গড় ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর নিহত হয়েছে ১ হাজার ৫৬৩ জন।