নারী উদ্যোক্তাদের জন্য আনলক হার ফিউচার প্রাইজ ২০২৫ প্রতিযোগিতা শুরু
Published: 20th, March 2025 GMT
নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও স্টার্টআপে সহায়তা দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দ্য বিস্টা কালেকশন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাইদ বিজনেস স্কুল ও অশোকা সাউথ এশিয়া যৌথভাবে আয়োজন করেছে আনলক হার ফিউচার প্রাইজ ২০২৫–দক্ষিণ এশিয়া সংস্করণ। প্রতিযোগিতাটি দক্ষিণ এশিয়ায় এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নারী উদ্যোক্তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। এই প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের আঠারো–ঊর্ধ্ব নারী উদ্যোক্তারা অংশ নিতে পারবেন। তাঁদের স্টার্টআপ সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনতে পারবে। এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজয়ীরা এক লাখ মার্কিন ডলার পর্যন্ত ব্যবসায়িক অনুদান পাবেন। এই অর্থ তাঁদের স্টার্টআপের প্রবৃদ্ধি ও সম্প্রসারণে সহায়তা করবে। এ ছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাইদ বিজনেস স্কুলের একাডেমিক কর্মসূচি, নেতৃত্বের শিক্ষা ও দ্য বিস্টার কালেকশনের বৈশ্বিক নেটওয়ার্ক ও বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের সুযোগও পাবেন।
প্রতিযোগিতার ধাপ
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ মার্চ ২০২৫।
নির্বাচিত প্রতিযোগীদের অক্টোবরে ফাইনাল পিচিং রাউন্ডের ( চিন্তাে উপস্থাপনা) জন্য আমন্ত্রণ জানানো হবে।
বিজয়ীদের নাম ঘোষণা করা হবে নভেম্বর ২০২৫, যুক্তরাজ্যে অনুষ্ঠেয় দ্য বিস্টা কালেকশনের ৩০তম বার্ষিকী অনুষ্ঠানে। নারী উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা এই উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তারা পুঁজি, শিক্ষাগত সহায়তা ও বৈশ্বিক সংযোগের সুযোগ পাবেন। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী মাত্র ৩ শতাংশ নারী নেতৃত্বাধীন ব্যবসা ভেঞ্চার ক্যাপিটাল তহবিল পান। এই প্রকল্পের মাধ্যমে সেই ব্যবধান কমিয়ে লৈঙ্গিক সমতার ভিত্তিতে ব্যবসায়িক সমৃদ্ধি নিশ্চিত করাই মূল লক্ষ্য।
গত বছর মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকায় এই উদ্যোগের সফল বাস্তবায়ন হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালের বিজয়ীরা ইতিমধ্যে তাঁদের ব্যবসায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পেরেছেন।
আগ্রহী নারী উদ্যোক্তারা এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটা নারী উদ্যোক্তাদের জন্য অনন্য সুযোগ। এটি তাঁদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবে এনং দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস য়
এছাড়াও পড়ুন:
পাঁচ রাউন্ড শেষে শীর্ষে মিনহাজ-সুব্রত
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে চলছে ‘স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৫।’ আজ বুধবার (১৯ মার্চ, ২০২৫) প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের খেলা বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়।
পাঁচ রাউন্ড শেষে শেষে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন ও তিতাস ক্লাবের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস পূর্ণ ৬ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।
সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ক্যান্ডিডেট মাস্টার মো. আবজিদ রহমান আছেন দ্বিতীয় স্থানে। চার পয়েন্ট করে নিয়ে ১৫ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থান রয়েছেন। এরা হলেন- আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, অনত চৌধুরী, স্বর্নাভো চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার মো. শরীয়তউল্লাহ, রায়ান রশিদ মুগ্ধ, মো. জাকির হোসেন, নীলয় দেবনাথ, মিহির লাল দাস, আফজাল হোসেন সাচ্চু, মো. টিপু সুলতান আব্দুল মোমিন, কাজী সাইফ, ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক, মোহাম্মদ হাসান মিয়া ও সিয়াম চৌধুরী।, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও স্বর্নাভো চৌধুরী।
আরো পড়ুন:
স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা
চার রাউন্ড শেষে শীর্ষে চার জন
স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা
দুই রাউন্ড শেষে শীর্ষে ২৯ জন
আগামীকাল বৃহস্পতিার দুপুর ২টা থেকে একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।
এবারের প্রতিযোগিতায় ১৪২ জন দাবাড়ু অংশ নিয়েছেন। ৯ দিনব্যাপী এই প্রতিযোগিতা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিজয়ীদের মোট নগদ দেড় লাখ টাকা এবং ওয়ালটন পণ্য সামগ্রী অর্থ পুরস্কার দেওয়া হবে।
ঢাকা/আমিনুল