রমজানে ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিট্যান্স গ্রাহকরা পাচ্ছেন ব্র্যাক ব্যাংকের উপহার
Published: 20th, March 2025 GMT
ব্র্যাক ব্যাংক এবং ওয়েস্টার্ন ইউনিয়নের যৌথ উদ্যোগে এই রমজানে পুরস্কার হিসেবে রেমিটেন্স সুবিধাভোগীরা পাবেন একটি পানির বোতল।
দেশব্যাপী ব্র্যাক ব্যাংকের ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেটসমৃদ্ধ বিস্তৃত নেটওয়ার্ক থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকরা এই বিশেষ উপহারটি পাবেন।
রোজায় রেমিট্যান্স প্রবাহ বেড়ে যায়। এমন সময় এই পুরস্কারটি রেমিট্যান্স সুবিধাভোগীদের কিছুটা হলেও আনন্দিত করবে বলে বিশ্বাস করে ব্যাংকটি। ৪ মার্চ ২০২৫ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে স্টক শেষ না হওয়া পর্যন্ত।
গ্রাহক অভিজ্ঞতা আরো উন্নত করার প্রতিশ্রুতি নিয়ে ব্র্যাক ব্যাংক এই উদ্যোগটি নিয়েছে। রেমিট্যান্স গ্রাহকদের আরো বড় পরিসরে ব্যাংকিং সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে ব্র্যাক ব্যাংক চালু করেছে প্রবাসী পরিবার এবং ‘তারা’ প্রবাসী পরিবার অ্যাকাউন্ট।
ব্র্যাক ব্যাংক এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের রেমিট্যান্স গ্রাহকদের সহায়তা ও দেশে আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে আরো কিছু জানার থাকলে গ্রাহকদের নিকটস্থ ব্র্যাক ব্যাংক শাখা বা এজেন্ট ব্যাংকিং আউটলেটে যোগাযোগ করার জন্য ব্যাংকটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
ঢাকা/সাজ্জাদ/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঈদে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এল ইজি ফ্যাশন
মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। আর সেই উৎসবের খুশিতে যদি বাহারি ডিজাইনের বৈচিত্র্যময় নতুন নান্দনিক পোশাক না থাকে তাহলে ঈদের আনন্দই যেন মাটি হয়ে যায়।
প্রতি বছরের মত এবারের ঈদেও লাইফস্টাইল ব্র্যান্ড ‘ইজি ফ্যাশন’ সৌন্দর্য পিপাসু ফ্যাশন সচেতন মানুষদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন রংয়ের পাঞ্জাবি।
আর সেই রঙে ভিন্নতা এনে ফ্যাশন প্রিয়দের মন রাঙাতে আকর্ষণীয় সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গে সেজেছে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় ব্র্যান্ড ‘ইজি’ ফ্যাশন হাউসের আউটলেটগুলো। ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে বরবারই একধাপ এগিয়ে ইজি।
সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখেই তাদের ঈদ আয়োজন। এবারের ঈদে বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে ইজি শোরুমগুলোতে। এবারের বিশেষ আয়োজন থাকছে নতুন নতুন ডিজাইন সব পাঞ্জাবি। এছাড়া রয়েছে অসংখ্য নতুন ডিজাইনের টি-শার্ট, পলো-শার্ট, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট।
ইজির স্বত্তাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, “শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য। ঢাকা ছাড়াও আমাদের বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে।”
পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোনো আউটলেটে।এছাড়া অনলাইনেও (https://www.facebook.com/share/1BLTWMEF5M) দেখা যেতে পারে।
ঢাকা/হাসান/এসবি