শুকর ছানা নিয়ে সংঘর্ষ, বিএনপির ২ নেতা আহত
Published: 20th, March 2025 GMT
টাঙ্গাইলের ভূঞাপুরে শুকরের ছানা নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই নেতা আহত হয়েছে। পরে তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলা অজূর্না ইউনিয়নের কুঠিবয়ড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গাবসারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম ফকির জানান, কয়েকদিন আগে শতাধিক শুকর নিয়ে উপজেলার যমুনা নদী সংলগ্ন কুঠিবয়ড়া এলাকায় যাওয়ার পথে একটি শুকর দলছুট হয়ে কুঠিবয়ড়া এলাকার আলমগীর মোল্লার বাড়িতে আশ্রয় নেয়। শুকরটি সেখানে একাধিক বাচ্চা প্রসব করে। পরে শুকর লালন পালনকারীরা বাড়ির মালিককে সপ্তাহখানেক শুকরের বাচ্চার সংস্পর্শে না যেতে অনুরোধ জানিয়ে চলে যায়। তবে কিছু দিন পর ওই পরিবারের আশিক মোল্ল্যা নামের এক ব্যক্তি শুকরের ছানাগুলো বিক্রি করে দেয়।
এদিকে, শুকর লালন পালনকারীরা ওই বাড়ি গিয়ে শুকর না পেয়ে স্থানীয়দের কাছে বিচার প্রার্থনা করে। পরে বিষয়টি নিয়ে আশিক মোল্লা ও লিয়াকত মোল্লার সাথে সফিকুলের তর্কাতর্কি হয়। এরই এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এতে বিএনপি নেতা সফিকুল ইসলাম ফকির ও তোতা মোল্লা আহত হন। পরে তাদের দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বৃহস্পতিবাব সকালে তারা বাড়িতে চলে যান।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, “ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/কাওছার/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাঁচ দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের পরাষ্ট্রমন্ত্রী ও সচিব
ছবি: সংগৃহীত