দৈনন্দিন কাজের জন্য প্রতিদিন অসংখ্য ই-মেইল আদান-প্রদান করেন অনেকেই। এসব ই-মেইলের অ্যাটাচমেন্টে ছবি, ভিডিও ও পিডিএফ ফাইল থাকায় গুগল অ্যাকাউন্টে অনেক জায়গা দখল করে রাখে। এর ফলে প্রয়োজনের সময় জিমেইল ইনবক্স থেকে গুরুত্বপূর্ণ ই-মেইল খুঁজে পেতে বেশ সমস্যা হয়। শুধু তা-ই নয়, গুগল অ্যাকাউন্টে বিনা মূল্যে সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত তথ্য জমা রাখার সুযোগ থাকায় অপ্রয়োজনীয় ই–মেইল জমতে থাকলে দ্রুতই গুগল ক্লাউডের জায়গার সংকট দেখা দেয়। তবে চাইলেই জিমেইলের ইনবক্সে থাকা অপ্রয়োজনীয় ই-মেইলগুলো একসঙ্গে মুছে ফেলে এ সমস্যার সমাধান করা সম্ভব। জিমেইলে একসঙ্গে একাধিক ই-মেইল মুছে ফেলার পদ্ধতিগুলো দেখে নেওয়া যাক—

নির্দিষ্ট ঠিকানা থেকে আসা সব ই-মেইল মুছে ফেলা

নিজেদের পণ্য বা সেবার প্রচারণার জন্য একই ই-মেইল ঠিকানা থেকে নিয়মিত ই-মেইল পাঠিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। ই-মেইলগুলো একসঙ্গে মুছে ফেলার জন্য জিমেইলের ওপরে থাকা সার্চ বক্সে নির্দিষ্ট ই-মেইল ঠিকানা লিখতে হবে। এরপর এন্টার চাপলে জিমেইলের ইনবক্সে প্রেরকের পাঠানো সব ই-মেইল দেখা যাবে। এবার ওপরে থাকা চেক বক্স থেকে ই-মেইলগুলো নির্বাচন করে ডিলিট বাটনে ক্লিক করলেই নির্দিষ্ট ঠিকানা থেকে আসা সব ই-মেইল মুছে যাবে।

আরও পড়ুনজিমেইলে ই-মেইল শিডিউল করে রাখবেন যেভাবে১৩ ফেব্রুয়ারি ২০২৫নির্দিষ্ট তারিখের আগের ই-মেইল মুছে ফেলা

নির্দিষ্ট তারিখের আগের সব ই-মেইল একসঙ্গে মুছে ফেলা যায় জিমেইলে। এ জন্য জিমেইলে প্রবেশ করে ওপরে থাকা সার্চ বক্সে ইংরেজিতে Before: লিখে প্রথমে বছর এরপর মাস এবং শেষে নির্দিষ্ট দিন উল্লেখ করতে হবে। অর্থাৎ ২০২২ সালের ৩১ ডিসেম্বরের আগের ই-মেইলগুলো মুছে ফেলার জন্য Before: 2022/12/31 লিখে এন্টার বাটনে ক্লিক করলেই জিমেইলের ইনবক্সে শুধু পুরোনো ই-মেইলগুলো দেখা যাবে। এবার ওপরে থাকা চেক বক্স থেকে ই-মেইলগুলো নির্বাচন করে ডিলিট বাটনে ক্লিক করতে হবে।

আরও পড়ুনজিমেইলের এই পাঁচ সুবিধার কথা জানেন তো০২ জুলাই ২০২৪রিড বা আনরিড ই-মেইল মুছে ফেলা

পড়া হয়েছে বা পড়া হয়নি, এমন ই-মেইল মুছে ফেলতে সার্চ বক্সে ইংরেজিতে label: read অথবা label: unread লিখলেই জিমেইলের ইনবক্সে নির্দিষ্ট ই-মেইলগুলো দেখা যাবে। এবার ওপরে থাকা চেক বক্স থেকে ই-মেইলগুলো নির্বাচন করে ডিলিট বাটনে ক্লিক করলে একসঙ্গে সব ই-মেইল মুছে যাবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: একসঙ গ র জন য র ওপর

এছাড়াও পড়ুন:

ফের একসঙ্গে তারা

২০০৯ সালে শেষবার একসঙ্গে কাজ করেছিলেন গীতিকার জাহিদ আকবর ও লুৎফর হাসান। ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সালমার একক অ্যালবামে জাহিদ আকবরের লেখা গানে সুর করেন লুৎফর হাসান। এটিই ছিল তাদের শেষ কাজ।   

দীর্ঘ ১৬ বছর পর আবার জাহিদ আকবরের লেখা গান সুর করলেন লুৎফর হাসান। কেবল তাই নয়, গানটিতে কণ্ঠও দিয়েছেন এই শিল্পী। সংগীতায়োজন করেছেন তরিক। গানটি নিয়ে ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।

জাহিদ আকবর বলেন, “আকাশ হয়ে যাই’ একটি ঘোরলাগা প্রেমের গান। গানের বিষয়, শব্দ, বাক্য, উপমা সবকিছুতে প্রেম মিশে আছে। গানটির সুর শুনেছি, বেশ আরামদায়ক একটা গান হয়েছে। বন্ধু লুৎফর হাসান নিজেও অসাধারণ গীতিকার। তার জন্য গান লেখা একটু কঠিন। এই কঠিন বিষয়গুলো করতে আমার ভালো লাগে। আকাশ হয়ে যাই সবার হোক।” 

আরো পড়ুন:

কবীর সুমনকে কেন ‘জিহাদি’ বললেন তসলিমা?

আছিয়াকে নিয়ে পিজিতের প্রতিবাদী গান

তাদেরই আরেক বন্ধু সোমেশ্বর অলির লেখা ‘ঘুড়ি’ গান গেয়ে লুৎফর হাসান নিজের জায়গা পাকাপোক্ত করেন। যুগ পেরিয়ে তার ক্যারিয়ারে সফল গানের সংখ্যাও বেড়েছে। অন্যদিকে, অডিও ইন্ডাস্ট্রিতে জাহিদ আকবরের লেখা বিভিন্ন গান জনপ্রিয় হয়েছে। পাশাপাশি সিনেমার গানেও সফলতার স্বাক্ষর রেখেছেন। 

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, এবারের ঈদ আয়োজনে ‘আকাশ হয়ে যাই’ গানটির ভিডিও প্রকাশিত হবে তাদের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ফের একসঙ্গে বালাম-ন্যানসি
  • ১৫ বছর পর ফের বালাম-ন্যান্সি
  • শিল্পী পরিচয় নিয়েই বাকি পথটা পাড়ি দেব: অবন্তী সিঁথি
  • শিল্পী পরিচয় নিয়েই জীবনের বাকি পথটা পাড়ি দেব: অবন্তী সিঁথি
  • দখিন হাওয়ায়...
  • ফের একসঙ্গে তারা
  • এবার একসঙ্গে মৌ, তিশা ও বুবলী
  • জেমসকে নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন প্রিন্স মাহমুদ
  • ইরাকে প্রবাসীরা যে কারণে মাতৃভূমিতে রমজান কাটাতে পছন্দ করেন