রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি মো. রফিকুল ইসলামকে (২৭) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামি রফিকুল গাইবান্ধার ফুলছড়ি থানার গোপিনাথচরের আবুল কালামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপীর আদালত এ রায় ঘোষণা করেন। 

রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়। 

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, আসামি যেভাবে একটি ছোট নিরপরাধ শিশুকে (৭) নৃশংস ও পৈশাচিকভাবে ধর্ষণ ও হত্যা করেছে তাতে তার এই পৃথিবীতে বেঁচে থাকার এবং পৃথিবীর আলো-বাতাস গ্রহণের কোনো অধিকার নেই। কারণ তার কাছে কোনো নারী ও শিশু নিরাপদ নয়। তাকে এই শাস্তির মাধ্যমে এই ট্রাইব্যুনাল সমাজের সকলের মাঝে এই দৃষ্টান্ত ও সংবাদ পৌঁছে দিতে চান যে, নারী ও শিশুদের প্রতি এই জাতীয় নৃশংস অপরাধের বিচার হয়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর সাত বছর বয়সী মেয়ে ২০১৭ সালের ১ অক্টোবর ভোর ৬টায় বাড়ি পাশে বাথরুমে যায়। কিন্তু আধাঘণ্টা পরও ফিরে না আসায় ভুক্তভোগী শিশুর বাবা-মা তাকে খুঁজতে থাকে। পরে আসামি রফিকুল ভুক্তভোগী শিশুর বাবাকে ফোন করে জানায় যে, শিশুটি তার কাছেই আছে। এরপর তারা আসামির বাড়ি গিয়ে ঘর তালাবদ্ধ দেখতে পায়। পরে পুলিশের সহায়তায় আসামির ঘরের তালা ভেঙে ভেতরে গিয়ে হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন। 

পরে মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে যাত্রাবাড়ী থানা পুলিশ। চার্জশিটে উল্লেখ করা হয়, ঘটনার দিন আসামি রফিকুল ভুক্তভোগী মেয়েকে তার ঘরে নিয়ে যায়। তারপর সে ওড়না দিয়ে ভিকটিমের মুখ পেঁচিয়ে ধরে। ভিকটিম চিৎকার দিতে গেলে বিবাদী ভিকটিমের মুখ চেপে ধরে। এরপর আসামি রফিকুল পূর্ব শত্রুতার জেরে ভিকটিমকে ধর্ষণ করে। ধর্ষণের পর মুখে কম্বল চাপা দিয়ে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করে রফিকুল। 

২০১৯ সালের ১৫ মে মামলাটির চার্জ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত। মামলার বিচার চলাকালে চার্জশিটভুক্ত ১৬ জন সাক্ষীর মধ্যে ১২ জন আদালতে সাক্ষ্য দেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য

এছাড়াও পড়ুন:

এই সিয়ামকে আগে দেখিনি, গল্পটিও পারিবারিক, জংলি দেখে কাজী হায়াতের মন্তব্য

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত ছবি ‘জংলি’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ছবিটিগত ঈদের সিনেমা হিসেবে সবার আগে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে ছাড়পত্রের জন্য জমা পড়ে এবং প্রদর্শিত হয়। সার্টিফিকেশন বোর্ড সদস্যরা সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন। সবাই জানিয়েছেন জংলি দেশীয় গল্পে দারুণ নির্মাণ দেখিয়েছেন এম রাহিম। 

জংলি দেখার পর  সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ভাষ্য,  ‘ঈদের সিনেমা হিসেবে প্রথম দেখেছি এম রহিম পরিচালিত ও সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’।  এরপর দেখি দাগি।  জংলির  গল্পের লাইনআপটা দুর্দান্ত লেগেছে আমার কাছে। সবচেয়ে বড় বিষয় হলো এই সিনেমায় ভিন্ন এক সিয়ামকে আমরা দেখলাম। এমন সিয়ামকে আমরা আগে দেখিনি। আরও যারা অভিনয় করেছেন তারাও ভালো করেছেন। গল্পটি পরিবার নিয়ে দেখার মত ছবি।’

সিনেমার গল্পের পাশাপাশি তরুণ নির্মাতা এম রাহিমেরও দারুণ প্রশংসা করলেন তিনি। কাজী হায়াত বললেন, ‘নতুন পরিচালক হিসেবে এম রহিম যেটা করেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। তিনি সব অভিনয়শিল্পীদের থেকে অভিনয়টা আদায় করে নিয়েছেন। ফলে ঈদে দারুণ একটা সিনেমা তিনি নিয়ে আসতে পারছেন।’

জংলি দেখার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হয় আরেক সার্টিফিকেশন বোর্ড সদস্য অভিনেত্রী কাজী নওশাবার সঙ্গে তিনি বলেন, জংলি তো পুরোপুরি আমাদের দেশি গল্প। ভায়োলেন্সের চেয়ে এই ছবির বড় দিক হচ্ছে বাচ্চা একটা মেয়েকে নিয়ে দারুণ গল্প বুনেছেন নির্মাতা। সিয়াম ডেফিনেটলি ভালো অভিনয় করেছেন, তার চরিত্রটাও দারুণ। চরিত্রটির দারুণ পরিশ্রম করেছে সে।  পাশাপাশি বাচ্চা মেয়েটার অভিনয় ও তাকে সাবজেক্ট করে গল্পটা এভাবে এগিয়ে নেওয়াটা দারুণ লেগেছে আমার কাছে।  এক কথায় বলতে গেলে জংলি একটি আমাদের পাশেই ঘটে যাওয়া গল্পের ছবি। পরিবার নিয়ে এই ছবি সবার দেখা উচিত। 

এদিকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈনউদ্দিন জানিয়েছেন, জংলি সিনেমা প্রথম সেন্সরে আসে। এরপর আসে দাগি। দুটোই আমাদের বোর্ডের সদস্যরা দেখেছেন। এরমধ্যে একটি ছবি ইতিমধ্যে প্রক্রিয়াকরণের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, আরেকটি দু-একদিনের মধ্যে দেওয়া হবে। শিগগিরই ছবি দুটিকে ছাড়পত্র দেওয়া হবে।

সিয়াম ডেফিনেটলি ভালো অভিনয় করেছেন, তার চরিত্রটাও দারুণ। চরিত্রটির দারুণ পরিশ্রম করেছে সে।  পাশাপাশি বাচ্চা মেয়েটার অভিনয় ও তাকে সাবজেক্ট করে গল্পটা এভাবে এগিয়ে নেওয়াটা দারুণ লেগেছে আমার কাছে। 

সম্পর্কিত নিবন্ধ

  • সার্বিয়া যেতে না পেরে ১১ দিন ধরে বিমানবন্দরে
  • মহানবীর (সা.) ইতিকাফ
  • আমি আর সিনেমা করতে চাই না: বর্ষা
  • রাজশাহীতে শাশুড়িকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
  • ফাহামিদুলের বাদ পড়া এবং কিছু প্রশ্ন
  • সশস্ত্র সংগঠন গড়ে এক বছরেই আলোচনায় আসেন আরসাপ্রধান আতাউল্লাহ
  • শিশুর পরিবারকে নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ
  • সাব্বির-জাকিরের ফিফটির পর শামীম-শুক্কুর ঝড়ে প্রাইমের দারুণ জয়
  • এই সিয়ামকে আগে দেখিনি, গল্পটিও পারিবারিক, জংলি দেখে কাজী হায়াতের মন্তব্য