সিরাজগঞ্জে সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু, বিএনপির ২ নেতার পদ স্থগিত
Published: 20th, March 2025 GMT
সিরাজগঞ্জের চৌহালীতে ইফতার মাহফিলের আয়োজন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যুর পর দলটি স্থানীয় দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা বিএনপি।
পদ স্থগিত হওয়া নেতারা হলেন চৌহালী উপজেলার এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির (জনি সাইদুল) ও সাবেক সদস্যসচিব মঞ্জু রহমান (মঞ্জু শিকদার)। গতকাল বুধবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়েছে, এনায়েতপুরে বালুমহাল ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক পর্যায়ে নাম আসায় থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি ও সাবেক সদস্যসচিব মঞ্জু রহমানের প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হলো। এ ছাড়া ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হলো। তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। কমিটির সদস্যরা হলেন জেলা বিএনপির সহসভাপতি মকবুল হোসেন, সহসভাপতি নাজমুল হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজনের কথা ছিল। একে কেন্দ্র করে দলটির দুই পক্ষের নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গতকাল রাত আটটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবির হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এ বিষয়ে জাহাঙ্গীর কবির বলেন, ‘এই সংঘর্ষের ঘটনায় আমি জড়িত নই। তবু আমাকে পদ স্থগিতের চিঠি দেওয়া হয়েছে। আমি মনে করি, এটি আমার ওপর চরম অন্যায় করা হয়েছে।’
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ময়নাতদন্তের জন্য কবিরের লাশ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি। তিনি বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কবিরের লাশ ঢাকা থেকে এনায়েতপুর থানায় আনা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র স ছ ত রদল স ঘর ষ সদস য
এছাড়াও পড়ুন:
মৌলভীবাজারে হাওরপারে চুন-সুরকির ১৫০ বছরের মসজিদ
গ্রামের পশ্চিমে বিস্তৃত কাউয়াদিঘি হাওর। সেই হাওরের পাড় ঘেঁষে গড়ে উঠেছে গ্রামটি। বর্ষায় হাওরের পানিতে গ্রামের খাল-নালা, পথঘাট ডুবে যাওয়াই নিয়ম। এখন শুকনো মৌসুম, হাওরে পানি নেই। যত দূর চোখ যায় ধু ধু ফাঁকা দিগন্ত, বোরো ফসলের সবুজ। ফসলের দিকে তাকালে কারও মনে হতে পারে, কেউ হয়তো সবুজ চাদর বিছিয়ে রেখেছে মাঠে। নিভৃত এই গ্রামটির ভেতরে সবার চোখের আড়ালে ব্যক্তিগত উদ্যোগে নির্মাণ করা চুন-সুরকির একটি মসজিদ আছে, যার বয়স ১৫০ বছর পেরিয়ে গেছে।
এই মসজিদের অবস্থান মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের রক্তা গ্রামে। মসজিদটিকে স্থানীয় মানুষ চেনে তিন গম্বুজ রক্তা জামে মসজিদ নামে। মসজিদটিতে স্থান সংকুলান না হওয়ায় কয়েক বছর আগে নতুন করে সম্প্রসারণ করা হয়েছে। কিন্তু পুরোনো মসজিদে হাত দেওয়া হয়নি, পুরোনো মসজিদটিকে অবিকল রেখে দেওয়া হয়েছে।
রক্তা গ্রামে একটি পুরোনো মসজিদ আছে, যার বয়স শত বছরের ওপরে—এমন তথ্য পেয়ে ১৮ মার্চ সেখানে যাওয়া। মৌলভীবাজারের রাজনগর-বালাগঞ্জ সড়ক থেকে পশ্চিমে কাউয়াদিঘি হাওরের দিকে একটি গ্রামীণ পাকা সড়ক গেছে, সেই সড়ক ধরেই রক্তা গ্রামে পৌঁছা গেল। সড়কের দুই পাশে ধানখেত, কাঁচাপাকা নতুন-পুরোনো বাড়ি। পাকা সড়ক যেখানে গিয়ে শেষ হয়েছে, সেখানে ভ্রাম্যমাণ হাটের মতো পসরা নিয়ে বসেছেন কয়েকজন ব্যবসায়ী। ধারণা করা যায়, ভ্রাম্যমাণের মতো মনে হলেও তাঁরা আসলে নিয়মিতই এখানে পণ্য সাজিয়ে বসেন। বিভিন্ন ধরনের মৌসুমি শাকসবজি, ফল সাজানো আছে। সেখান থেকে উত্তর দিকে মসজিদ পর্যন্ত কয়েক শ ফুট ইট বিছানো সড়ক, সেই সড়কটি এখন এবড়োখেবড়ো, গর্তে পূর্ণ।
এখানে একটি মসজিদ আছে, এটা যে কারও চোখে পড়বে। কিন্তু আগে থেকে না জানা থাকলে এই নতুন দালানের আড়ালে কালের যাত্রায় ১৫০ বছর পার করা একটি মসজিদ আছে, তা কেউ অনুমান করতে পারবেন না। নতুন ভবনটিই আগে চোখে পড়ে। পুরোনো মসজিদকে যুক্ত করেই পূর্ব দিকে নতুন দালান নির্মাণ করা হয়েছে। চুন-সুরকিতে তৈরি তিন গম্বুজ মসজিদটিকে আপাতত সাদামাটা মনে হলেও মসজিদ তৈরিতে প্রাচীন স্থাপত্যকলা অনুসরণ করা হয়েছে। প্রায় ২০ ফুট উঁচু দেয়ালে ঘেরা চারদিক। উত্তর ও দক্ষিণ দিকে দুটি জানালা আছে। মসজিদের ছাদে পূর্ব ও পশ্চিম দিকে তিনটি করে স্তম্ভ। আছে তিনটি গম্বুজ। এই গম্বুজ তিনটি মসজিদের পরিচিতি তৈরি করেছে। পরিচিতজন এটাকে ‘তিন গম্বুজ মসজিদ’ নামেই চিনে থাকেন। মসজিদের পূর্ব দিকে পাকা ঘাটওয়ালা একটি পুকুর আছে। মসজিদটির উত্তর পাশেই আছে রক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মসজিদ নির্মাতার পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, মসজিদটি যখন নির্মাণ করা হয়, তখন গ্রামে হাতে গোনা কয়েকটি পরিবার ছিল। মুসল্লির সংখ্যা বেশি ছিল না। কিন্তু ধীরে ধীরে গ্রামে জনসংখ্যা বেড়েছে, মুসল্লির সংখ্যাও বেড়েছে। জুমার নামাজ, ঈদের জামাতে গ্রামের মানুষের স্থান সংকুলান হয় না। তখন মসজিদ সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। প্রাথমিকভাবে চিন্তা ছিল পুরোনো মসজিদসহ সেই স্থানটিকে উন্মুক্ত রেখে নতুন করে একটি মসজিদ নির্মাণ করা হবে। কিন্তু খালি জায়গা না থাকায় পুরোনো মসজিদকে সংযুক্ত রেখেই নতুন করে পূর্ব দিকে ভবন সম্প্রসারণ করা হয়েছে। নতুন ভবনের ভিত্তিটি পাঁচতলার করা হয়েছে। সম্প্রসারিত ভবনের স্থানে আগে টিনের একচালা ছিল। নতুন ভবন নির্মাণ করা হলেও ঈদের জামাত দুবারে পড়তে হয়।
ভবনটির কাছাকাছি গেলে পুরোনো মসজিদের অবস্থান পরিষ্কার বোঝা যায়। মসজিদের ভেতরের দিকেও পুরোনো মসজিদের আদল অবিকল রাখা হয়েছে। তিন ফুটের মতো চুন-সুরকির প্রশস্ত দেয়াল। গরমের সময় পুরোনো ভবনের ভেতরটা শীতল থাকছে। শীতের সময়েও বেশি ঠান্ডা হয় না। একটা প্রাকৃতিক আবহাওয়া বিরাজ করে। নতুন ভবনের ছাদ থেকে দেখলে পুরোনো ভবনের নির্মাণশৈলী ভালোভাবে চোখে পড়ে, গম্বুজগুলো স্পষ্ট দেখা যায়।
মসজিদ নির্মাতার উত্তরসূরি আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, তাঁর দাদার বাবা হাজি সুজন মাহমুদ মসজিদটি নির্মাণ করেছিলেন। সেই সময় কাউয়াদিঘি হাওরে তাঁর দাদার জলমহালের ব্যবসা ছিল। পুরোনো মসজিদ ভবন এখনো ঠিকঠাক আছে, তবে কত দিন থাকবে, এ নিয়ে চিন্তা বাড়ছে। তিনি বলেন, ‘মসজিদের বয়স ১৫৩ বছর। রক্তা গ্রামের মানুষ এই মসজিদে নামাজ পড়েন। মেইন মসজিদ সংস্কার করা হয়নি। নতুন ভবন নির্মাণের সময় পুরোনো মসজিদকে অবিকল রেখে দেওয়া হয়েছে। ভবিষ্যতে সংস্কারের প্রয়োজন পড়লে যাতে পুরোনো ডিজাইন ঠিক থাকে, সেদিকে খেয়াল রাখা হবে। এই মসজিদ শুধু রক্তা গ্রামই নয়, এই এলাকার সবচেয়ে প্রাচীন একটি মসজিদ। এটি এখন ইতিহাস-ঐতিহ্যের অংশ।’