গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স।

চিকিৎসকরা জানিয়েছেন, গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়েছে। মন্তব্যের জন্য জিজ্ঞাসা করা হলে, ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা প্রতিবেদনগুলি খতিয়ে দেখছে।

মঙ্গলবার থেকে গাজায় সামরিক বাহিনী পুনরায় বিমান হামলা শুরু করেছে এবং বুধবার থেকে স্থল অভিযান শুরু করেছে, যার ফলে জানুয়ারি থেকে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধবিরতি কার্যকরভাবে বাতিল হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দেগরান রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার পুনরায় শুরু হওয়া বিমান হামলার প্রথম দিনে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়, যা যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিনগুলোর মধ্যে একটি। গত তিন দিনে কমপক্ষে ৫১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।

বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘন্টা ধরে গাজার উত্তর ও দক্ষিণ অংশকে পৃথককারী একটি বাফার জোন সম্প্রসারণের লক্ষ্যে অভিযান চালানো হচ্ছে। ইসরায়েল বাসিন্দাদের উত্তর-দক্ষিণের প্রধান রুট সালাহউদ্দিন সড়ক থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে এবং বলেছে যে তাদের উপকূল ধরে ভ্রমণ করা উচিত।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য

এছাড়াও পড়ুন:

গাজায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এর ফলে গাজাজুড়ে নিহতের মোট সংখ্যা দাঁড়াল ৫১ হাজারে।

গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।

বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৯৮৩ জনে পৌঁছেছে বলে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ১১৮ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ২৭৪ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬১৩ ফিলিস্তিনি নিহত এবং আরও ৪ হাজার ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়ালো
  • গাজায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত