ছাত্রদল নেতার পোস্ট দেওয়ার পর আগুনে পুড়ল যুবলীগের সাবেক নেতার ঘর
Published: 20th, March 2025 GMT
চট্টগ্রামের সন্দ্বীপে যুবলীগের সাবেক নেতা ফজলে এলাহীর ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে সন্দ্বীপ পৌরসভা ছাত্রদলের নেতা আবু সায়ীদ খান তাঁর ওপর হামলার কথা উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেন। এরপরেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফজলে এলাহীকে গতকাল রাতে পৌরসভায় তাঁর নানার বাড়ি থেকে আটক করেছে পুলিশ।
ফজলে এলাহী সন্দ্বীপ পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। কয়েক বছর ধরে তিনি এলাকায় থাকেন না বলে জানান স্থানীয় লোকজন। আবু সায়ীদ খান সন্দ্বীপ পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। ঘটনার বিষয়ে জানতে ফজলে এলাহীর পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ছাত্রদলের নেতা আবু সায়ীদ খান বলেন, গতকাল রাত আটটার দিকে সন্দ্বীপ পৌরসভার শাহজাহান মিয়ারগো তেমাথায় অবস্থিত তাঁর ফার্মেসিতে এসে হামলা চালান ফজলে এলাহী। দোকানে ঢুকে তাঁকে মারধর শুরু করেন তাঁরা। একপর্যায়ে গুলিও ছোড়েন ফজলে এলাহী। এরপর রাত নয়টার দিকে প্রশাসন ও দলীয় সহায়তা চেয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন আবু সায়ীদ।
পোস্ট দেওয়ার ঘণ্টাখানেক পর ফজলে এলাহীর ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে আবু সায়ীদ খান দাবি করেন, ‘আমাদের দলের বিরুদ্ধে অপপ্রচারের জন্য আওয়ামী লীগের লোকজনের সহায়তায় ফজলে এলাহী নিজের বাড়িতে আগুন দিয়েছেন।’
সন্দ্বীপ পৌরসভায় ফজলে এলাহীর বাড়ির আশপাশের বাসিন্দারা জানান, গতকাল রাত ১০টার দিকে বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী-সমর্থকদের প্রায় ৭০ থেকে ৮০ জনের একটি দল এসে ফজলে এলাহীর দুটি ঘরে আগুন দেয়। একটি পুরোনো টিনের ঘর অন্যটি নতুন দালান। দুটি ঘরই আগুনে পুড়ে গেছে। এ সময় ফজলে এলাহী বা তাঁর পরিবারের কোনো সদস্য সেখানে অবস্থান করছিলেন না। রাত ৩টা পর্যন্ত বাড়িতে আগুন জ্বলতে দেখেছেন প্রতিবেশীরা। ফজলে এলাহী ছাড়া তাঁর পরিবারের অন্য সদস্যরা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বসবাস করেন বলে জানা যায়।
সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর হোসাইন ঠাকুর আগুন লাগানোর বিষয়টি নাকচ করে প্রথম আলোকে বলেন, ‘ফজলে এলাহীর কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সেখানকার মানুষ অতিষ্ঠ। অতিষ্ঠ এলাকাবাসীই তাঁর বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করে থাকতে পারেন। এ ঘটনায় আমাদের দলের কারও সম্পৃক্ততা নেই।’
এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন, গতকাল রাতে ফজলে এলাহীকে পৌরসভা এলাকায় অবস্থিত তাঁর নানাবাড়ি থেকে আটক করা হয়েছে। তাঁর সঙ্গে কোনো অস্ত্র পাওয়া যায়নি। ফজলে এলাহীর ঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি থানায়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গতক ল র ত ছ ত রদল এল হ র
এছাড়াও পড়ুন:
কৃষ্ণাকে ছাড়াই ভুটান গেলেন ৫ নারী ফুটবলার
সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়ার পর ভুটানের ফুটবল লিগে খেলতে গেলেন আরও পাঁচ নারী ফুটবলার। আজ সকালে তাঁরা থিম্পুর উদ্দেশে দেশ ছেড়েছেন।
এই পাঁচজন হলেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন ও রুপনা চাকমা। তাঁদের সঙ্গে ভুটান যাওয়ার কথা থাকলেও ওয়ার্ক পারমিট হাতে না পাওয়ায় অপেক্ষা বাড়ল কৃষ্ণা রানীর। বাফুফে সূত্রে আজ এমনটাই জানা গেছে।
আরও পড়ুনভুটানের লিগে খেলতে যাচ্ছেন কৃষ্ণা–সানজিদাসহ আরও চার ফুটবলার০৮ এপ্রিল ২০২৫৬ এপ্রিল ভুটান যাওয়া সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা খেলবেন ভুটানের ক্লাব পারো এফসির হয়ে। ট্রান্সপোর্ট ইউনাইটেডের জার্সিতে মাঠে দেখা যাবে ডিফেন্ডার মাসুরা ও গোলকিপার রুপনাকে। ফরোয়ার্ড কৃষ্ণার একই দলের হয়ে খেলার কথা রয়েছে। আর থিম্পু সিটির হয়ে খেলবেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার।
বিদেশি ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের নারী ফুটবলারদের নতুন নয়। এর আগে মালদ্বীপ ও ভারতের ঘরোয়া নারী লিগে খেলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। কলকাতা ইস্ট বেঙ্গলের জার্সিতে মাঠে নামার সুযোগ হয়েছে সানজিদা আক্তারের।
আরও পড়ুনঅনুশীলনে ফিরেও দুশ্চিন্তায় বিদ্রোহীরা০৮ এপ্রিল ২০২৫এরপর গত বছরের আগস্টে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে যান বাংলাদেশের চার ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া মান্দা ও মনিকা। তখন এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য তাঁদের নিয়েছিল ভুটানের ক্লাবটি।
১৫ এপ্রিল ভুটানের নারী লিগ শুরু হওয়ার কথা। এই লিগ প্রায় ছয় মাস চলে। ভুটানের লিগ চলাকালে এই খেলোয়াড়েরা জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলে তাঁরা ঢাকায় ফিরে আসবেন।