অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে : সিএমপি কমিশনার
Published: 20th, March 2025 GMT
চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানা এলাকায় চলমান বিশেষ অভিযানের আওতায় ৩ শতাধিক আসামি গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগসহ অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারীসহ বিভিন্ন ধরনের অপরাধের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ঈদকে সামনে রেখে নগরবাসীর নির্বিঘ্নে কেনাকাটা নিশ্চিত করার পাশাপাশি চুরি ছিনতাই রোধে পুলিশি টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
সিএমপির জনসংযোগ বিভাগের সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমরান জানান, নগরে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে সিএমপির বিশেষ অভিযান চালমান আছে। অভিযানের আওতায় গত এক সপ্তাহে মহানগরীর ১৬টি থানা এলাকা থেকে ৩ শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আরো পড়ুন:
জুলাই বিপ্লবে শহীদ জসিমের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১
রাঙামাটিতে ‘ধর্ষণচেষ্টার’ মামলায় গ্রেপ্তার ১
চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ আভিযানিক দল ঢাকার বসুন্ধরা সিটিতে অভিযান চালিয়ে গত ১৫ মার্চ রাতে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ প্রকাশ ছোট সাজ্জাদকে।
চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেছেন, চট্টগ্রাম মহানগরকে অপরাধমুক্ত রাখতে পুলিশ সন্ত্রাসী, চাঁদাবাজসহ অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করছে। ঈদকে সামনে রেখে নগরবাসীর নির্বিঘ্ন কেনাকাটা নিশ্চিত করার পাশাপাশি চুরি ছিনতাই রোধে পুলিশি টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেরোরিজম ইউনিট.
ঢাকা/রেজাউল/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর স এমপ অপর ধ
এছাড়াও পড়ুন:
ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ, বৈষম্যহীনতার বার্তা
বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ বরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি।
সোমবার (১৪ এপ্রিল) ঢাকা নগরভবন প্রাঙ্গণে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, পান্তা-ইলিশ উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় ডিএনসি। পুরো আয়োজনে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের বার্তা ফুটে ওঠে।
সোমবার নববর্ষ বরণে ডিএনসিসির সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরো পড়ুন:
সেনাপ্রধানের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন
‘নতুন আলোয়’ ঐক্যের ডাকে এলো নববর্ষ
ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে বৈশাখী আয়োজনে উপস্থিত ছিলেন।
নতুন বছরকে স্বাগত জানাতে সকাল ৮টায় নগর ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে গোলাপ শাহ মাজার প্রদক্ষিণ করে আবার নগর ভবনে এসে শেষ হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যসম্পর্কিত বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন ডিএসসিসি পরিচালিত সংগীত শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থী-প্রশিক্ষকরা।
অনুষ্ঠানে রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “এই আনন্দ র্যালি আমরা যেমন ধর্ম-বর্ণ, পদবি নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছি, ঠিক তেমনি সবাই মিলে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করব; যেখানে আমরা সবাই সমান অধিকার নিয়ে বাস করব।”
জুলাই গণঅভ্যুত্থান নিহতদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন মাকছুদ জাহেদী।
সোমবার নববর্ষে ডিএনসিসির আনন্দ শোভাযাত্রার এক মুহূর্তে।
ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া নগরবাসীকে এবং আমন্ত্রিত অতিথিদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি সবার সহযোগিতায় নগরবাসীকে একটি সুন্দর বছর উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০টি প্রশাসনিক অঞ্চলের ঐতিহ্য উপজীব্য করে নির্মিত প্রদর্শনী ঘুরে দেখেন এবং পান্তা উৎসবে অংশ নেন অতিথিরা। উৎসবে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান ও সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা এবং সকল বিভাগীয় প্রধানরা অংশ নেন।
ঢাকা/এএএম/রাসেল