রূপগঞ্জে টিনসেড মাকের্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১৯ দোকান
Published: 20th, March 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিনসেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের ১৯ দোকান মালামালসহ পুড়ে গেছে। বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় গ্রিণ সিটি নামে এ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে তারাবো বিশ্বরোড এলাকার গ্রীন সিটি মার্কেটে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কাচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মার্কেটে থাকা দোকানগুলোর আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এদিকে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে তারাবো ব্রিজে যানজটের কারণে এসে পৌঁছাতে পারেনি।
এ ব্যাপারে কাচপুর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দিবাগত রাত দুইটার দিকে গ্রীন সিটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর চারটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয় । আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ইউন ট
এছাড়াও পড়ুন:
পাঁচ দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের পরাষ্ট্রমন্ত্রী ও সচিব
ছবি: সংগৃহীত