জর্জ সরোসের সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ৮ স্থানে তল্লাশি ভারতের ইডির
Published: 20th, March 2025 GMT
মার্কিন ধনকুবের জর্জ সরোস প্রতিষ্ঠিত সংস্থাসংশ্লিষ্ট আটটি স্থানে তল্লাশি চালিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগ তদন্তের অংশ হিসেবে গত মঙ্গলবার ভারতের বেঙ্গালুরুতে এই তল্লাশি চালানো হয়।
জর্জ সরোস প্রতিষ্ঠিত ওপেন সোসাইটি ফাউন্ডেশনস (ওএসএফ) এবং এর প্রভাব বিনিয়োগ শাখা সরোস ইকোনমিক ডেভেলপমেন্ট ফান্ড (এসইডিএফ)–সংশ্লিষ্ট আটটি স্থানে তল্লাশি চালায় ইডি।
তল্লাশির বিষয়ে বক্তব্য জানতে ওএসএফকে ই-মেইল করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। কিন্তু ই-মেইলের কোনো জবাব দেয়নি ওএসএফ।
একাধিক সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে, ওএসএফ ও এসইডিএফের সুবিধা ভোগ করা কিছু স্থানে এই তল্লাশি চালানো হয়েছে।
ভারতের স্বার্থের বিরুদ্ধে সরোসের কাজ করার বিষয়ে অতীতে অভিযোগ তোলে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি।
আরও পড়ুনআদানি প্রশ্নে মোদির সমালোচনাকারী কে এই জর্জ সরোস১৮ ফেব্রুয়ারি ২০২৩গত বছরের ডিসেম্বরে লোকসভায় বিজেপি অভিযোগ করে, সরোস, নিউজ পোর্টাল ওসিসিআরপি (অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট) ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমন্বয়ে গঠিত একটি ‘বিপজ্জনক ত্রিভুজ’ চক্র ভারতের সাফল্যের গল্পকে লাইনচ্যুত করার চেষ্টা করছে।
অতীতে একাধিকবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেছেন ৯৪ বছর বয়সী মার্কিন বিনিয়োগকারী সরোস।
আরও পড়ুনট্রাম্প ও মোদির কঠোর সমালোচনায় জর্জ সরোস২৪ জানুয়ারি ২০২০.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জর্জ সরোসের সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ৮ স্থানে তল্লাশি ভারতের ইডির
মার্কিন ধনকুবের জর্জ সরোস প্রতিষ্ঠিত সংস্থাসংশ্লিষ্ট আটটি স্থানে তল্লাশি চালিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগ তদন্তের অংশ হিসেবে গত মঙ্গলবার ভারতের বেঙ্গালুরুতে এই তল্লাশি চালানো হয়।
জর্জ সরোস প্রতিষ্ঠিত ওপেন সোসাইটি ফাউন্ডেশনস (ওএসএফ) এবং এর প্রভাব বিনিয়োগ শাখা সরোস ইকোনমিক ডেভেলপমেন্ট ফান্ড (এসইডিএফ)–সংশ্লিষ্ট আটটি স্থানে তল্লাশি চালায় ইডি।
তল্লাশির বিষয়ে বক্তব্য জানতে ওএসএফকে ই-মেইল করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। কিন্তু ই-মেইলের কোনো জবাব দেয়নি ওএসএফ।
একাধিক সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে, ওএসএফ ও এসইডিএফের সুবিধা ভোগ করা কিছু স্থানে এই তল্লাশি চালানো হয়েছে।
ভারতের স্বার্থের বিরুদ্ধে সরোসের কাজ করার বিষয়ে অতীতে অভিযোগ তোলে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি।
আরও পড়ুনআদানি প্রশ্নে মোদির সমালোচনাকারী কে এই জর্জ সরোস১৮ ফেব্রুয়ারি ২০২৩গত বছরের ডিসেম্বরে লোকসভায় বিজেপি অভিযোগ করে, সরোস, নিউজ পোর্টাল ওসিসিআরপি (অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট) ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমন্বয়ে গঠিত একটি ‘বিপজ্জনক ত্রিভুজ’ চক্র ভারতের সাফল্যের গল্পকে লাইনচ্যুত করার চেষ্টা করছে।
অতীতে একাধিকবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেছেন ৯৪ বছর বয়সী মার্কিন বিনিয়োগকারী সরোস।
আরও পড়ুনট্রাম্প ও মোদির কঠোর সমালোচনায় জর্জ সরোস২৪ জানুয়ারি ২০২০