আইপিএলের ১৮তম আসর শুরু হচ্ছে শনিবার (২১ মার্চ, ২০২৫) থেকে। প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস এবারের আসর শুরু হওয়ার আগে অদ্ভুত এক সিদ্ধান্ত নিল। যা দেখে চোখ কপালে উঠতে বাধ্য।

রাজস্থানের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনি খেলবেন, কিন্তু তাঁকে নেতৃত্ব দিতে দেখা যাবে না! প্রথম তিন ম্যাচে রাজস্থানকে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ।

সাঞ্জুর চোট ছিল। সেই ধকল কাটিয়ে এই ৩০ বছর বয়সী ক্রিকেটার রাজস্থান শিবিরে যোগ দিয়েছেন কিছু দিন আগে। এই কিপার-ব্যাটসম্যান আইপিএলের শুরু থেকেও খেলবেন। তবে প্রথম তিনটি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন না তিনি।

আরো পড়ুন:

ধোনি-কোহলির সামনে বিরল রেকর্ডের হাতছানি

সৌদি ক্রিকেট লিগ কি আইপিএলকে টেক্কা দিতে পারবে?

আজ (২০ মার্চ, ২০২৫) এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে রাজস্থান। এই তিনটি ম্যাচ তারা খেলবে যথাক্রমে হায়দরাবাদ, কলকাতা এবং চেন্নাইয়ের বিপক্ষে। আসরের অন্যতম শক্তিশালী দল তিনটিই। রাজস্থান জানিয়েছে, এই তিনটি ম্যাচেই সাঞ্জু শুধু ব্যাটসম্যন হিসাবে খেলবেন। কিপিংও করবেন না।
এদিকে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, তাঁকে ব্যাটিংয়ের সময় ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে ব্যবহার করা হতে পারে। সে কারণেই অধিনায়ক হিসেবে পরাগকে দেখা যাবে।

রাজস্থান এক বিবৃতিতে জানায়, “সাঞ্জু স্যামসন রাজস্থান দলের অবিচ্ছেদ্য অংশ। উইকেটকিপিং এবং ফিল্ডিংয়ের অনুমতি না মেলা পর্যন্ত ও শুধু ব্যাটার হিসাবেই আমাদের সাহায্য করতে তৈরি। পুরোপুরি ফিট হয়ে গেলেই নেতৃত্বে ফিরবেন সাঞ্জু।”

অন্যদিকে সাঞ্জু বলেন,“আমি তিন ম্যাচের মধ্যেই সম্পূর্ণ ফিট থাকতে পারব। আমাদের দলে অনেকেই আছেন, যাদের মাঝে নেতৃত্বসুলভ ব্যাপার আছে। গত কয়েক বছরে অনেকেই দলের খেয়াল রেখেছে। তাই প্রথম তিনটে ম্যাচে রিয়ান দলকে নেতৃত্ব দেবে। ওর মধ্যে সেই ক্ষমতা রয়েছে। আশা করি দলের বাকিরা ওর পাশে সব সময় থাকবে।”

আঙুলের চোট সারিয়ে কিছু দিন আগেই রাজস্থান শিবিরে যোগ দেন সাঞ্জু। ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পেয়েছিলেন তিনি। বাকি সিরিজে খেলতে পারেননি। পরে আঙুলে অস্ত্রোপচার হয়।

এর আগে আসমের ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে পরাগের। ২০১৯ সাল থেকেই রাজস্থান দলের সদস্য তিনি। ফলে ধারণা করা হচ্ছে, মানিয়ে নিতে অসুবিধা হবে না তার।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রথম

এছাড়াও পড়ুন:

ঐতিহ্য ও আভিজাত্যে মোড়া ‘লা রিভে’র ঈদ কালেকশন 

মুভমেন্ট শিরোনামে ঈদের দারুণ একটি কালেকশন লঞ্চ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র‌্যান্ড লা রিভ। ব্র‌্যান্ডটির এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসেও যুক্ত হয়েছে অভিজাত পার্টি পোশাকের নজরকাড়া সব ডিজাইন। পুরো পরিবারের সবার জন্য ম্যাচিং ফ্যামিলি কম্বো, বাবা-মা, মা-মেয়ের ম্যাচিং মিনি-মি ডিজাইন থেকে শুরু করে নারী, পুরুষ, টিন, কিড ও নিউবর্ন- সব বয়সের সবার জন্যই ঈদের সবচেয়ে ট্রেন্ডি স্টাইল যোগ হয়েছে ঈদ কালেকশনে।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘ঈদের আনন্দ দ্বিগুন হয়ে ওঠে যখন তা পরিবার ও প্রিয়জনের সাথে শেয়ার করা হয়। এই ঈদে পরিবার ও প্রিয় সম্পর্কের সাথে যুক্ত থাকতে আপনার সকল ’মুভমেন্ট’ বা পদক্ষেপে ইতিবাচকতা যোগ করবে লা রিভের ঈদ কালেকশন ২০২৫’।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ফ্যাশনে এখন সবচেয়ে জনপ্রিয় কিছু থিমের একটি হলো মুভমেন্ট। যার অর্থ গতি বা এগিয়ে চলা। আমাদের যেকোন মুভমেন্টের কোর ইন্সপিরেশনে আছে সংযোগ বা কানেকশনের আকাঙ্খা। সেটা মনের কানেকশন হতে পারে, আত্মিক, সামাজিক বা বডির কানেকশনও হতে পারে। ঈদ কালেকশনের জন্য আমরা মুভমেন্টকে থিম হিসেবে বেছে নিয়েছি। ঈদ এমন একটি আয়োজন যেখানে সবগুলো কানেকশনের কম্বিনেশন তৈরি হয়। এই ভাবনাকে ফ্যাশনে ফুটিয়ে তুলতে হয় কালার প্যালেট ও প্যাটার্নে। তাই এই কালেকশনে আমরা মনের শান্তি আসে এমন সব আর্দি, জুয়েল ও প্যাস্টেল টোন যেমন পার্পল টনিক, ওয়াশড্ ব্ল্যাক, কুল ব্লু, কর্নফ্লাওয়ার ব্লু, ড্যাজলিং রেইনবো, ডেলিকেট সাইরাস ও নিউট্রাল টোনে ফোকাস করেছে লা রিভ। এনার্জি দেয় এমন রঙ যেমন অর্কিড পিঙ্ক, সোলার ফ্লাশ, হাইপার ব্লাশ, মভ পিঙ্ক, ডাস্টি ব্লু সহ ভাইব্রেন্ট মনোক্রোমাটিক কালার চোখে পড়বে এই কালেকশনে। ফেস্টিভ মোড আনার জন্য রেড, ব্লুক, ব্ল্যাক, অরেঞ্জ, টেরাকোটা, গোল্ডেন রঙের প্রাধান্য দেখা যাবে।

নারীদের জন্য পার্টি, এথনিক ও ক্যাজুয়াল; সব ধরনের অনুষ্ঠান -উপযোগি থাকছে ঈদ ২০২৫ কালেকশনে। ট্রেন্ডি সালোয়ার কামিজ, কো-অর্ড সেট, শ্রাগ-স্টাইল টিউনিক, মিডি টিউনিক, টপস, শার্ট, কেপ, কামিজ, গাউন, মসলিন, হাফ-সিল্ক ও সুতির শাড়ির দারুন সব স্টাইল নিয়ে আসা হয়েছে। লা রিভের এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসে পাওয়া যাবে মসলিনের শ্রাগ ও গাউন কম্বো, স্কার্ট-কামিজ সেট, কেপ-স্টাইল টপ, লেয়ার্ড-লঙ টিউনিক, ফ্লেয়ার্ড ও কাফতান-কাট টিউনিক, সালোয়ার কামিজসহ অভিজাত সব পার্টি-স্টাইল।

 পুরুষদের জন্য রয়েছে প্ল্যাকেটে মিনিমাল ও ভারি কাজ করা পাঞ্জাবি, শার্ট, পোলো ও টিশার্ট এবং ডেনিম ও প্যান্ট পাজামার নতুন ডিজাইন। ফ্যাশন-ফরোয়ার্ড টিন’দের জন্য রয়েছে বয়স-উপযোগি উৎসবের পোশাক। কিডস কালেকশনে পাওয়া যাবে সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি, ফ্রক, টিউনিক, টপ-বটম সেট, পাঞ্জাবি, পোলো ও টি-শার্ট সহ ম্যাচিং বটমসের কালেকশন। ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে থাকছে বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং মিনি-মি কালেকশন। পরিবারের নতুন সদস্যদের জন্য নিউ-বর্ন কালেকশনেও থাকছে ঈদ-উপযোগি পোশাক।

লা রিভ ঈদ কালেকশন ইতিমধ্যে পৌঁছে গেছে ঢাকাসহ, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়নমনসিংহ, বরিশাল, খুলনা ও সিলেটের সব স্টোরে। ঘরে বসেই ঈদ শপিং করতে ভিজিট করুন লা রিভের অনলাইন পোর্টালে। 

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (২২ মার্চ ২০২৫)
  • সাত রাউন্ড শেষেও শীর্ষে মিনহাজ-সুব্রত
  • ডাচদের বিপক্ষে হার এড়াল স্পেন
  • আজ টিভিতে যা দেখবেন (২১ মার্চ ২০২৫)
  • জনতা ব্যাংকের গ্রেড-৯–এর লিখিত পরীক্ষার ফল, মৌখিক সময়সূচিও প্রকাশ
  • গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশের চেয়ারম্যান হলেন সবুর খান
  • ৮১ কোটি টাকা বোনাস পাচ্ছেন রোহিত-কোহলি-গম্ভীরা
  • ক্ললম্বিয়ার সামনে ছন্দহীন ব্রাজিল
  • ঐতিহ্য ও আভিজাত্যে মোড়া ‘লা রিভে’র ঈদ কালেকশন