১৯তম জন্মদিনের আগের দিন মারা গেলেন চীনের ফুটবলার
Published: 20th, March 2025 GMT
আজ তাঁর ১৯তম জন্মদিন। সব ঠিক থাকলে পরিবার বা সতীর্থদের সঙ্গে নিশ্চয় দিনটি উদ্যাপন করতেন। কিন্তু যাঁর কথা বলা হচ্ছে, সেই মানুষটা আর বেঁচে নেই।
গতকাল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চীনের ফুটবলার গুয়ো জিয়াশুয়ান। তরুণ এই ডিফেন্ডার খেলতেন চায়নিজ সুপার লিগের ক্লাব বেইজিং গুয়োয়ানে। ২০২৩ সালে ক্লাবটিতে যোগ দেন তিনি। একই বছর চীন অনূর্ধ্ব–১৭ দল ও জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখের ওয়ার্ল্ড স্কোয়াডের হয়েও খেলেছেন। বেইজিং গুয়োয়ান ও বায়ার্ন মিউনিখ—দুটি ক্লাবই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
গত ৬ ফেব্রুয়ারি স্পেনের রাজধানী মাদ্রিদে বেইজিং অনূর্ধ্ব–২০ দল ও স্থানীয় ক্লাব রায়ো সিউদাদ আলকোবেন্দাসের মধ্যকার অনুশীলন ম্যাচ চলাকালীন মাথায় গুরুতর আঘাত পান জিয়াশুয়ান। তখন থেকে তিনি কোমায় চলে যান। পরবর্তী সময়ে তাঁকে বেইজিংয়ের তিয়ানতান হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কাল সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আরও পড়ুনএক মিনিট নীরবতা পালনের পর ক্লাব জানতে পারল খেলোয়াড়টি মারা যাননি ১৮ মার্চ ২০২৫বেইজিং গুয়োয়ান জানিয়েছে, তারা এই শোকাবহ পরিস্থিতি সঠিকভাবে সামলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং গুয়ো জিয়াশুয়ানের পরিবারকে সব ধরনের সহাযোগিতা করবে।
মাথায় আঘাত পাওয়ার পর কোমায় চলে যান গুয়ো জিয়াশুয়ান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রানআউটের হ্যাটট্রিকে দিল্লি-জয় মুম্বাইয়ের
২ ওভারে ৩ উইকেট হাতে নিয়ে দরকার ২৩ রান। মু্ম্বাই ইন্ডিয়ানসের যশপ্রীত বুমরার করা ১৯তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই বাউন্ডারি মেরে প্রয়োজনটাকে ৯ বলে ১৫ রান বানিয়ে ফেললেন দিল্লি ক্যাপিটালসের আশুতোষ শর্মা।
কিন্তু এরপর জয়টা দুরস্তই হয়ে রইল দিল্লির জন্য। এরপর অবিশ্বাস্যভাবে টানা তিন বলে তিনটি রানআউট করে ওই ওভারেই ম্যাচটি জিতে দিল্লি-জয় করে ফেলল মুম্বাই।
২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিল্লি অলআউট ১৯৩ রানে। ১২ রানের এই হারে পাঁচে পাঁচ জয় হলো না দিল্লির। অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ষষ্ঠ ম্যাচে পেল দ্বিতীয় জয়।
১৯তম মুম্বাইয়ের রানআউটের উৎসবে প্রথম কাটা পড়েন আশুতোষ। বুমরার ইয়র্কারটাকে পয়েন্টে ঠেলে দ্বিতীয় রান নিতে গিয়ে বিপদে পড়েন আশুতোষ। উইল জ্যাকসের থ্রো ধরে তাঁকে রানআউট করে দেন উইকেটকিপার রায়ান রিকেলটন।
পরের বলটাকে ডিপ মিডউইকেটে পাঠিয়ে ২ রান নিতে গিয়ে রানআউট কুলদীপ যাদব। এবার বদলি ফিল্ডার রাজ বাওয়ার থ্রো ধরে উইকেট ভাঙেন রিকেলটন।
রানআউটের হ্যাটট্রিক বলটায় রিকেলটনকে আর গ্লাভস গলাতে দেননি মিচেল স্যান্টনার। মিড অন থেকে সরাসরি থ্রোতে ননস্ট্রাইকিং প্রান্তে উইকেট ভেঙে ১ রান নিতে যাওয়া মোহিত শর্মাকে আউট করে দেন মিচেল স্যান্টনার।
দারুণ থ্রোতে মোহিতকে রানআউট করা স্যান্টনার এর আগে বোল্ড করেছেন দিল্লির ইনিংসের সর্বোচ্চ স্কোরার করুণ নায়ারকে। ৪০ বলে ৫ ছক্কায় ৮৯ রান করে নায়ার যখন ফিরলেন দিল্লির স্কোর ১৩৫/৩। এরপর ৫০ বলে ৭১ রান দরকার ছিল দলটির। সেটি আর হলো না।
এর আগে মুম্বাইয়ের হয়ে ৩৩ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন তিলক বর্মা। এ ছাড়া সূর্যকুমার যাদব ২৮ বলে ৪০, রায়ান রিকেলটন ২৫ বলে ৪১ ও নমন ধীর ১৭ বলে ৩৮ রান করেন।