গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টায় নগরের আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে জামায়াতে ইসলামীর নগর শাখা।

জিরোপয়েন্টে, সাহেববাজার, সোনাদিঘী, জাদুঘর মোড়, হেতেমখাঁ, বাটার মোড় গণকপাড়া হয়ে মিছিলটি জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানানো হয়। এছাড়া এই নৃশংসতার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নগর জামায়াতের আমীর ড.

মাওলানা কেরামত আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন ও কর্মপরিষদ সদস্য হাফেজ নুরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঢাকা/কেয়া/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ইসরায়েলি গণহত্যা ও ভারতী হিন্দুত্ববাদের বিরুদ্ধে শেকৃবিতে বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা এবং ভারতে মুসলিমদের ওপর কট্টর হিন্দুত্ববাদীদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৯ মার্চ) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় জামে মসজিদে ফিরে সমাবেশ করেন। 

এ সময় তারা ‘ফিলিস্তিনের শিশুরা, আমাদের সন্তান’, ‘দুনিয়ার মুসলিম, এক হও এক হও’, ‘গণহত্যার বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘ইসরাইলের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ভারতের দালালের, হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে শেকৃবি শিক্ষার্থী ওয়ালিউল্লাহ বলেন, “যুদ্ধবিরতির পরেও ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের উপর হামলা করেছে এবং অন্তত ৪১৩ জনকে শহীদ করেছে। এ হামলায় দেড় শতাধিক শিশু এবং অনেক নারী মারা গেছে। এ পরিসংখ্যান থেকে বোঝা যায় তাদের হামলার উদ্দেশ্য কি।”

ভারতীয় মুসলিম নির্যাতনের ব্যাপারে তিনি বলেন, “হলির নামে ভারতে আমার মুসলিম ভাইদের উপর অত্যাচার করা হচ্ছে, এমনকি একজনকে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষকে ঘায়েল করার অন্যতম মাধ্যম, তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া। আমাদের একটি টাকাও যেন ইসরায়েল ও ভারত আমাদের ভাইয়ের ওপর ব্যবহার করতে না পারে।”

শেকৃবি ইসলামিক সোসাইটির উদ্যোগে আয়োজিত এ মিছিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মী, সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/মামুন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
  • শেখ হাসিনা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত: শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
  • মার্কিন সাম্রাজ্যবাদের এক হাত ইসরায়েল হলে আরেক হাত সৌদি আরব: আনু মুহাম্মদ
  • ফিলিস্তিনের মানুষের মুক্তির লড়াই আমাদেরও: সিরাজুল ইসলাম চৌধুরী
  • ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে পাঠক সমাদরের বিক্ষোভ
  • গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ জামায়াতের
  • ইসরায়েলের নৃশংসতা নিয়ে যদি সবাই মুখ খুলত
  • গাজায় গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার জামায়াতের বিক্ষোভ
  • ইসরায়েলি গণহত্যা ও ভারতী হিন্দুত্ববাদের বিরুদ্ধে শেকৃবিতে বিক্ষোভ