ফেনীর পরশুরাম সীমান্তে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নাইজেরিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার মধ্যরাতে সীমান্তের পরশুরাম পৌরসভার বাউরপাথর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাইজেরিয়ানের নাম নওসু ইজুচুকু ক্যালিস্টাস (২৭)।

বিজিবি জানায়, পরশুরাম পৌরসভার বাউরপাথর এলাকায় সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় এক নাইজেরিয়ানকে আটক করে বিজিবি। এ সময় তাঁর কাছে পাসপোর্ট, ভিসা বা ভ্রমণের বৈধ কাগজ পাওয়া যায়নি।

বিজিবির জিঙ্গাসাবাদে আটক নাইজেরিয়ান তরুণ জানান, তিনি কয়েকজন বাংলাদেশি নাগরিকের সহায়তায় বাউরপাথর এলাকা দিয়ে অবৈধভাবে ভিসা ছাড়া বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে.

কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ভিসা ছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করায় ফরেনার অ্যাক্টে নাইজেরিয়ার ওই নাগরিকের বিরুদ্ধে বিজিবি মামলা করেছে। এরপর তাঁকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম প্রথম আলোকে বলেন, বিজিবির হাতে আটক নাইজেরিয়ানকে ফরেনার অ্যাক্টের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ইজ র য় ন পরশ র ম

এছাড়াও পড়ুন:

শত বছরের ‘দারোগা মসজিদ’

সড়কের সঙ্গে লাগানো শানবাঁধানো পুকুর ঘাট। পাশে বিশাল চওড়া ফটক‌। ফটকের ওপর কারুকাজে নির্মিত চারটি মিনার। মাঝখানে একটি ফিরোজা রঙের গম্বুজ। মিনার-গম্বুজের সুউচ্চ ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলে ১৪টি ছোট-বড় মিনার ও তিনটি গম্বুজবিশিষ্ট প্রাচীন মসজিদ চোখে পড়বে। চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার রূপকানিয়া এলাকার এই মসজিদের নাম হেদায়েত আলী চৌধুরী মসজিদ। এলাকাবাসীর কাছে ‘দারোগা মসজিদ’ হিসেবে পরিচিত।

প্রায় ১১৫ বছর আগে মসজিদটি নির্মাণ করা হয়। চারপাশে কারুকাজ করা সীমানাদেয়াল‌। দক্ষিণ পাশে একটি মাদ্রাসা ও মধ্য রূপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উত্তর পাশে মসজিদের সীমানাদেয়াল ঘেঁষে স্থানীয় মানুষের কবরস্থান। ২০০৬ সালে ফটক ও মসজিদের মাঝামাঝি খালি জায়গা সংস্কার করে নামাজ আদায়ের জন্য মূল মসজিদের সঙ্গে একীভূত করা হয়েছে।

যে কারও দৃষ্টি কাড়ে মসজিদের প্রধান ফটকটি

সম্পর্কিত নিবন্ধ