ফাফ ডু প্লেসিকে অধিনায়ক করল নামিবিয়া, তবে…
Published: 20th, March 2025 GMT
দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া প্রতিবেশী দেশ। আফ্রিকার মহাদেশের সর্ব দক্ষিণের দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটির উত্তর-পশ্চিম সীমান্তে অবস্থান নামিবিয়ার। প্রতিবেশীদের মতো ঝলমলে না হলেও নামিবিয়ার ক্রিকেট ইতিহাসও ফেলনা নয়। দুই দেশের সামাজিক-সাংস্কৃতিক মিলও আছে অনেক। খেলোয়াড়দের নামের মিলও আছে বেশ। মাঝেমধ্যে তো দেশের নাম উল্লেখ না করলে বিভ্রান্তিতে পড়তে হয়।
সর্বশেষ যেমন হচ্ছে ফাফ ডু প্লেসিকে নিয়ে। ফাফ ডু প্লেসি বলতে এত দিন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ককেই জেনে এসেছেন যাঁরা, তাঁদের জন্য দুঃসংবাদ। এখন থেকে ফাফ ডু প্লেসি নামটা শুধুই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের নয়, নামিবিয়ারও। ফাফ ডু প্লেসি যে নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হয়েছেন!
হেঁয়ালি নয়, যা পড়েছেন, ঠিকই পড়েছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব খেলতে নামিবিয়া যে দল ঘোষণা করেছে, সেই দলের অধিনায়কের নাম ফাফ ডু প্লেসি। মিল আছে আরও, দুই ফাফ ডু প্লেসিই ব্যাট করেন ডান হাতে, দুজনই লেগ ব্রেক বোলার। তবে ৪০ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান ফাফ ডু প্লেসি মূলত ব্যাটসম্যান, কালেভদ্রে করেছেন বল। অন্যদিকে ১৭ বছর বয়সী ফাফ ডু প্লেসি মূলত বোলার, ব্যাট করেন লোয়ার অর্ডারে।
নামিবিয়ার ফাফ ডু প্লেসি মূলত লেগ স্পিনার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিনমাসের নতুন পরিচালক অধ্যাপক ফজলুল বারী
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (নিনমাস) ঢাকার নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন থাইরয়েড বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ কে এম ফজলুল বারী। গত মঙ্গলবার পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান কামরুল হুদা তাঁকে পরিচালক হিসেবে দায়িত্ব দেন।
নিনমাসের সব চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী অধ্যাপক ফজলুল বারীকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি নিনমাসসহ পরমাণু শক্তি কমিশনের গবেষণাসেবা আরও উন্নততর করে নিনমাসকে ‘ওয়ার্ল্ড এক্সিলেন্স সেন্টার’ হিসেবে গড়ে তুলতে সব বিজ্ঞানী ও চিকিৎসকের সহযোগিতা চান।
অধ্যাপক এ কে এম ফজলুল বারী বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়ে পেশাজীবন শুরু করেন। ২০০৫ সালে সহকারী অধ্যাপক হিসেবে পরমাণু শক্তি কমিশনের অধীন নিনমাসে যোগ দেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের একজন আজীবন সদস্য এবং ডব্লিউএমআইম ভারতের সম্মানিত ফেলো।
অধ্যাপক বারী জাতীয় ও আন্তর্জাতিক অনেক পুরস্কার পেয়েছেন। ২০১৭ সালে বঙ্গবীর ওসমানী পদক, ২০২২ সালে আন্তর্জাতিক গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পেয়েছেন। গবেষণার জন্য দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছেন তিনি।