ঢাকায় পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদের কনসার্ট
Published: 20th, March 2025 GMT
‘রিস্তা পুরানা’ গান খ্যাত পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ ঢাকায় আসছেন। জনপ্রিয় এ গায়ককে ঢাকায় নিয়ে আসছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।
আয়োজক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে এই কনসার্ট। কনসার্টের শিরোনাম ‘মেলোডি আনলিশড’। তবে ভেন্যু ও টিকিটের বিষয়ে দু-একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হবেও জানিয়েছে।
কনসার্টে অংশ নিতে পাকিস্তানের প্রখ্যাত রকস্টার এবং রক্সেন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট মুস্তফা জাহিদ প্রথমবারের মতো ঢাকায় আসছেন।
আরো পড়ুন:
ধানমন্ডির বত্রিশের ভাঙা বাড়িতে ন্যানসি
ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জুনুন’
উচ্ছ্বাস প্রকাশ করে মুস্তফা জাহিদ এক ভিডিও বার্তায় বলেন, “আমরা বেশ উচ্ছ্বসিত সেই সঙ্গে বেশ রোমাঞ্চিত। আমরা বাংলাদেশে কনসার্ট করতে যাচ্ছি। আমরা আমাদের বাংলাদেশি ভক্তদের সাথে জাদুকরী মুহূর্ত তৈরি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
এই অনুষ্ঠান শুধুমাত্র একটি কনসার্ট নয়— এটি সংগীতের এক উদযাপন, যা সীমান্ত পেরিয়ে মানুষের মাঝে অভিন্ন অভিজ্ঞতা ও আবেগের মেলবন্ধন ঘটাবে বলে মনে করছেন আয়োজকরা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নতুন নথিতে খুনি ও দেশে দেশে সিআইএর চক্রান্ত নিয়ে যা জানা গেল
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির গুপ্তহত্যা নিয়ে গত মঙ্গলবার দুই হাজারের বেশি গোপন নথি প্রকাশ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এসব নথি প্রকাশে ছয় দশক পর নতুন করে আলোচনায় এসেছে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড। জে এফ কে নামে পরিচিত সাবেক এ প্রেসিডেন্টকে হত্যার ঘটনা ঘিরে ছয় দশকের বেশি সময় ধরে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়েছে। এখনো এ হত্যাকাণ্ড নিয়ে বিতর্ক রয়েছে।
কেনেডি নিহত হওয়ার পর মার্কিন সরকার এই হত্যাকাণ্ড নিয়ে যে ব্যাখ্যা দিয়েছিল, তা যে সঠিক নয়, নতুন প্রকাশিত নথিতে এর পক্ষে তেমন প্রমাণ পাওয়া যায়নি। তবে স্নায়ুযুদ্ধ চলাকালে এই হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্র যেসব গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছিল মঙ্গলবার প্রকাশিত নথিতে নতুন করে তা আলো ফেলেছে। এসব নথিতে কেনেডির হত্যাকারী সম্পর্কে বিস্তারিত গোয়েন্দা প্রতিবেদনও পাওয়া গেছে।
১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাস শহরে ডেমোক্রেটিক পার্টির নেতা কেনেডিকে হত্যা করা হয়। ঘাতক ছিলেন লি হার্ভে ওসওয়াল্ড নামে ২৪ বছরের এক তরুণ, যিনি যুক্তরাষ্ট্রের সাবেক একজন মেরিন সদস্য। টেক্সাস স্কুল বুক ডিপোজিটরির ষষ্ঠ তলা থেকে কেনেডিকে নিশানা করে গুলি ছোড়েন ওসওয়াল্ড। এর দুদিন পরের ঘটনা। ওসওয়াল্ডসহ বন্দীদের অন্য একটি কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় জ্যাক রুবি নামে এক নৈশক্লাব মালিকের গুলিতে নিহত হন ওসওয়াল্ড।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে জন এফ কেনেডি মেমোরিয়াল প্লাজা