সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা। দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর নানা জায়গায় ঝরেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দেশের বিভিন্ন জায়গায়ও আজ বৃষ্টির শুরু হয়েছে। দেশের ছয় বিভাগের বিভিন্ন স্থানেই আজ এ বৃষ্টি হতে পারে। রোববার পর্যন্ত থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী ও সিরাজগঞ্জ জেলার ওপর মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কমতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।  সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এছাড়া শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ বিদ্যুৎ চমকাতে পারে। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সহ ব ষ ট

এছাড়াও পড়ুন:

গাজীপুরে দুই কারখানায় শ্রমিক বিক্ষোভ

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় খাদ্য উৎপাদন কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

এদিকে, বানিয়ারচালা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা ছুটি বৃদ্ধি এবং কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন। সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন খেলা পর্যন্ত বিক্ষোভ চলছিল সেখানে।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফু-ওয়াং ফুড লিমিটেড কারখানায় ৬৫০ জন শ্রমিক কাজ করেন। চলতি মাসের ১৭ দিন হয়ে গেলেও তাদের বেতন ভাতা দেওয়া হয়নি। শ্রমিকরা বারবার বেতনের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ বেতন দেই, দিচ্ছি বলে কালক্ষেপণ করছেন।

আরো পড়ুন:

দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু  

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ 

এ কারণে ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কাজ বন্ধ করে ফ্যাক্টরির নিচে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সকাল সাড়ে ৯টার দিকে সড়ক থেকে সরিয়ে দেয়। 

অপরদিকে, সদর উপজেলার বানিয়ারচালা এলাকার জায়ান্ট টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ৭টা থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে।

শ্রমিকদের দাবি, কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুকের পদত্যাগ ও ঈদুল ফিতরের ছুটি ১১ দিন করার।  শ্রমিকরা কারখানার এসেম্বলি পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। সকাল সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখার সময় শ্রমিকরা বিক্ষোভ করছিলেন বলে জানা গেছে।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, “বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়। অবরোধের কারণে মহাসড়কটিতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। জায়ান্ট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করছেন।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • নান্দাইলে ইফতার অনুষ্ঠানে সংঘর্ষ, পৌর বিএনপির আহ্বায়ককে অব্যাহতি
  • নান্দাইলে ইফতার নিয়ে সংঘর্ষের পর পৌর বিএনপির আহ্বায়ককে অব্যাহতি
  • ময়মনসিংহে কর্মী নিহতের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
  • ব্লেডের আঘাতে ক্ষতবিক্ষত শিশু রাব্বীর শরীর
  • গ্রেপ্তার আরাকান আর্মির ৪ সদস্যসহ ১০ জনের নামে দুই মামলা
  • শিশুকে ডেকে নিয়ে ব্লেডের আঘাতে ক্ষতবিক্ষত, কিশোর গ্রেপ্তার
  • বকেয়ার বেতন ও ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে দুটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ
  • গাজীপুরে দুই কারখানায় শ্রমিক বিক্ষোভ