ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে দেশীয় ফ্যাশনে অনন্য এক পরিচিতি তৈরি করা সাদাকালো ফ্যাশন ব্রান্ডটি এবার ঈদ উপলক্ষে নিয়ে এসেছে বিশেষ ফ্লোরাল মোটিফ কালেকশন। এই কালেকশন সাজানো হয়েছে কালো-সাদা রঙের অনন্য সমন্বয়ে ফুলের নকশায়, যা আধুনিক ফ্যাশনের সঙ্গে ঐতিহ্যকে ধারণ করে।
সাদাকালো সবসময়ই বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে পোশাকের মাধ্যমে তুলে ধরতে চায়। এই ঈদ কালেকশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ফুলের মোটিভ, যা প্রকৃতি ও নান্দনিকতার সৌন্দর্যকে তুলে ধরে। শাড়ি, কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, বাচ্চাদের পোশাক সহ নানা বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক এই সংগ্রহে রয়েছে।
এছাড়াও রয়েছে বাবা-ছেলে, মা-মেয়ের একই রকম পোশাক যা ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলবে। এবার প্রথমবারের মতো কো -অর্ড সেট কালেকশন এনেছে সাদাকালো। এবারের ঈদ যেহেতু গরমের মধ্যে পড়বে, সেহেতু আরামদায়ক কাপড়ের কথা মাথায় রেখেই পোশাক ডিজাইন করেছে সাদাকালোর ডিজাইনাররা।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা -আজহারুল হক আজাদ বলেন, ‘ঈদ মানেই আনন্দ ও উদযাপন। আমাদের এবারের কালেকশন ফ্যাশনপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে, যেখানে তারা ঐতিহ্যবাহী পোশাকে পাবেন সমসাময়িক ডিজাইনের ছোঁয়া’।
নতুন এই কালেকশন পাওয়া যাবে সাদাকালোর সকল আউটলেট ও অনলাইন স্টোরে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রমনা বটমূলে গান–কবিতা–উচ্ছ্বাসে ছায়ানটের বর্ষবরণ, বিভাজন ভাঙার প্রত্যয়
পুব আকাশে সবে লাল সূর্য উঠতে শুরু করেছে। মঞ্চে প্রস্তুত শিল্পীরা। সামনে দর্শকসারিতে ভিড় জমে গেছে। শিল্পী সুপ্রিয়া দাশ গেয়ে উঠলেন ‘ভৈরবী’ রাগালাপ। এর মধ্য দিয়ে শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩২ বরণের পালা। আজ সোমবার ভোরে রাজধানীর রমনা বটমূলে এর আয়োজন করে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।
রাগালাপের পর ‘নূতন প্রাণ দাও, প্রাণসখা’ সম্মেলক গান শোনান ছায়ানটের শিল্পীরা। ‘তিমির দুয়ার খোলো’ একক গান পরিবেশন করেন শিল্পী দীপ্র নিশান্ত। পাখিডাকা ভোরে, সবুজের আচ্ছাদনে দর্শনার্থীরা যেন মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন এ আয়োজন।
এরপর একে একে ২৫টি রাগালাপ, গান আর আবৃত্তি পরিবেশন করা হয়। সকাল সাড়ে আটটার দিকে ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সংগীত। এ সময় কণ্ঠ মেলান উপস্থিত হাজারো দর্শক। এর মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হয়।
তবে অনুষ্ঠান শেষের আগে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, ফিলিস্তিনের গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যায়, বিশেষ করে শিশু হত্যার তীব্র নিন্দা জানান তাঁরা। ফিলিস্তিনিরা আপন ভূমি রক্ষায় যে সংগ্রাম করছেন, তার প্রতিও সংহতি জানানো হয়।
এবার বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’। রমনার বটমূল, ঢাকা, ১৪ এপ্রিল