বিসিআইসির ১৯৩ পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ, নির্বাচিতদের জন্য নির্দেশনা
Published: 20th, March 2025 GMT
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ সংস্থার কারখানাগুলোতে ৯ম ও ১০ম গ্রেডে ১৯৩ জন কর্মকর্তা নিয়োগের জন্য ২০২৪ সালের ১ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেই নিয়োগের লিখিত পরীক্ষা এ বছরের ১৪ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফলাফল গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করেছে বিসিআইসি।
আরও পড়ুনতিন বছর পর সমবায় অধিদপ্তরের সংশোধিত বিজ্ঞপ্তি, পদ ৫১১ ৬ ঘণ্টা আগেচিকিৎসা কর্মকর্তা: মোট ৫ (পাঁচ) জন
হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: মোট ১৬ (ষোলো) জন।
সহকারী প্রোগ্রামার পদে কেউ পাস করেননি।
সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক): মোট ৭৯ (উনআশি) জন।
সহকারী রসায়নবিদ: মোট ১৩ (তেরো) জন।
সহকারী প্রকৌশলী (কেমিক্যাল): মোট ১১ (এগারো) জন।
সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): মোট ১০৪ (এক শ চার) জন।
সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): মোট ৯১ (একানব্বই) জন।
সহকারী প্রকৌশলী (সিভিল): মোট ২০ (বিশ) জন।
সহকারী প্রশাসনিক কর্মকর্তা: মোট ৭২ (বাহাত্তর) জন।
সহকারী নিরাপত্তা কর্মকর্তা: মোট ১৮ (আঠারো) জন।
সহকারী হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: মোট ৪৯ (উনপঞ্চাশ) জন।
সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: মোট ৫৮ (আটান্ন) জন।
উপসহকারী রসায়নবিদ: মোট ১৫৭ (এক শ সাতান্ন) জন।
উপসহকারী প্রকৌশলী (কেমিক্যাল): মোট ০২ (দুই) জন।
উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): মোট ৮৭ (সাতাশি) জন।
উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): মোট ৮৭ (সাতাশি) জন।
উপসহকারী প্রকৌশলী (সিভিল): মোট ২৫ (পঁচিশ) জন।
নির্বাচিত প্রার্থীদের জন্য করণীয়১.
সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফরমের অনুরূপ তথ্য ফরম পূরণ করে এর সঙ্গে (ক) অনলাইনে পূরণ করা Applicant Copy–এর প্রিন্ট কপি, (খ) প্রবেশপত্র, (গ) আবেদনে উল্লিখিত সব সনদ/দলিলাদি, (ঘ) সদ্যতোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি, (ঙ) নিজ জেলার পৌর মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, (চ) চারিত্রিক সনদ ও (ছ) অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিতে হবে। ছবিসহ সব ডকুমেন্ট প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
২. যেসব প্রার্থী বিদেশ থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রযোজ্য ক্ষেত্রে যেকোনো ডিগ্রি অর্জন করেছেন, তাঁদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/শিক্ষা মন্ত্রণালয় থেকে ইকুইভ্যালেন্স–সংক্রান্ত যথাযথ প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি অবশ্যই দাখিল করতে হবে।
আরও পড়ুনএকসময় পোশাক কারখানায় কাজ করতেন, এখন বাংলাদেশ ব্যাংকের অফিসার১৯ মার্চ ২০২৫৩. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)/ অনাপত্তিপত্র দাখিল করতে হবে। এতৎভিন্ন আগের চাকরিস্থলের আপত্তি পাওয়া গেলে প্রার্থীর নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৪. লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে। মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
৫. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৬. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময় বিসিআইসির ওয়েবসাইট এ প্রকাশ করা হবে।
** ফলাফল দেখতে এখানে ক্লিক করুন
আরও পড়ুনপেছাল গণিত পরীক্ষা, এসএসসি-২০২৫-এর নতুন রুটিন প্রকাশ১৯ মার্চ ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম খ ক পর ক ষ র কর মকর ত উপসহক র র জন য ন ব স আইস সহক র
এছাড়াও পড়ুন:
পাঁচ রাউন্ড শেষে শীর্ষে মিনহাজ-সুব্রত
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে চলছে ‘স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৫।’ আজ বুধবার (১৯ মার্চ, ২০২৫) প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের খেলা বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়।
পাঁচ রাউন্ড শেষে শেষে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন ও তিতাস ক্লাবের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস পূর্ণ ৬ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।
সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ক্যান্ডিডেট মাস্টার মো. আবজিদ রহমান আছেন দ্বিতীয় স্থানে। চার পয়েন্ট করে নিয়ে ১৫ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থান রয়েছেন। এরা হলেন- আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, অনত চৌধুরী, স্বর্নাভো চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার মো. শরীয়তউল্লাহ, রায়ান রশিদ মুগ্ধ, মো. জাকির হোসেন, নীলয় দেবনাথ, মিহির লাল দাস, আফজাল হোসেন সাচ্চু, মো. টিপু সুলতান আব্দুল মোমিন, কাজী সাইফ, ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক, মোহাম্মদ হাসান মিয়া ও সিয়াম চৌধুরী।, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও স্বর্নাভো চৌধুরী।
আরো পড়ুন:
স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা
চার রাউন্ড শেষে শীর্ষে চার জন
স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা
দুই রাউন্ড শেষে শীর্ষে ২৯ জন
আগামীকাল বৃহস্পতিার দুপুর ২টা থেকে একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।
এবারের প্রতিযোগিতায় ১৪২ জন দাবাড়ু অংশ নিয়েছেন। ৯ দিনব্যাপী এই প্রতিযোগিতা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিজয়ীদের মোট নগদ দেড় লাখ টাকা এবং ওয়ালটন পণ্য সামগ্রী অর্থ পুরস্কার দেওয়া হবে।
ঢাকা/আমিনুল