পটুয়াখালীতে ভুক্তভোগী সেই কলেজছাত্রীর খোঁজখবর নিলেন নাহিদ ইসলাম
Published: 20th, March 2025 GMT
পটুয়াখালীতে ভুক্তভোগী সেই কলেজছাত্রী ও তাঁর পরিবারের খোঁজখবর নিতে এসেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে তিনি পটুয়াখালীতে পৌঁছান।
ওই ছাত্রী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা জানতে নাহিদ ইসলাম দুপুরে ওই হাসপাতালে যান। তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক দিলরুবা ইয়াসমিনের কক্ষে গিয়ে ছাত্রীর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পাটির মুখ্য সংগঠক হান্নান মাসুদ, কেন্দ্রীয় ছাত্র সংসদ সদস্যসচিব জাহিদ আহসান, জ্যেষ্ঠ সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মুজাহিদুল ইসলাম শাহিন প্রমুখ।
আরও পড়ুনপটুয়াখালীতে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১১৫ ঘণ্টা আগেভুক্তভোগী তরুণী (১৮) দ্বাদশ শ্রেণিতে পড়েন। তাঁর পরিবার বলছে, গত মঙ্গলবার সন্ধ্যায় দুমকি উপজেলার একটি ইউনিয়নে তিনি ধর্ষণের শিকার হন। এ ঘটনায় সাকিব মুন্সি (১৯) নামের এক তরুণকে আটক করেছে দুমকি থানার পুলিশ। তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল সন্ধ্যায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছাত্রীটির মা সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে তাঁর স্বামী গুলিবিদ্ধ হন। ১০ দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর শহীদ স্বামীকে দুমকি উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর কলেজপড়ুয়া মেয়ে বাবার কবর জিয়ারত করে কাছেই নানাবাড়িতে ফিরছিলেন। এ সময় একই ইউনিয়নের আলগী গ্রামের মুন্সিবাড়ির কাছে পৌঁছালে স্থানীয় মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সিসহ দুজন তাঁর মেয়ের জোর করে সড়কের পাশের একটি নির্জন বাগানে নিয়ে যান। এরপর ওই দুই বখাটে ধর্ষণ করেন। ধর্ষণের দৃশ্য তাঁদের মুঠোফোনে ধারণ করেন এবং ধর্ষণের কথা কাউকে না বলতে ভয়ভীতি দেখিয়ে তাঁর মেয়েকে ছেড়ে দেন তাঁরা। তাঁর মেয়ে ঘটনাটি এক সহপাঠীকে জানালে তাঁর মাধ্যমে তাঁরা দুমকি থানার পুলিশের সহায়তা নেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসল ম
এছাড়াও পড়ুন:
ধর্ষণ ও সহিংসতার ঘটনায় শাস্তি না হলে অপরাধপ্রবণতা বাড়বে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। জুলাই গণ–অভ্যুত্থানে শহীদের মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দ্রুত কার্যকর করতে হবে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপতালের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পটুয়াখালীর দুমকিতে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে (১৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা জানতে নাহিদ ইসলাম দুপুরে ওই হাসপাতালে যান। তিনি হাসপাতালের উপপরিচালক দিলরুবা ইয়াসমিনের কক্ষে গিয়ে ছাত্রীর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ ছাড়া তিনি ভুক্তভোগী ছাত্রীর মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
আরও পড়ুনপটুয়াখালীতে ভুক্তভোগী সেই কলেজছাত্রীর খোঁজখবর নিলেন নাহিদ ইসলাম২ ঘণ্টা আগেএ সময় নাহিদ ইসলাম বলেন, দেশে যতগুলো ধর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটেছে, ‘সেসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃশ্যমান শাস্তি দেওয়া না হলে অপরাধপ্রবণতা বাড়তে থাকবে। বতর্মান সরকার ধর্ষণের ঘটনায় আইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সেই আইন অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে পটুয়াখালীর ঘটনাসহ অন্য ধর্ষণের বিচারপ্রক্রিয়া শেষ করতে হবে। ঘটনার তদন্ত নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে না। এ তদন্তে আমরা পুলিশ বিভাগসহ সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা করব।’
আরও পড়ুনপটুয়াখালীতে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১১৭ ঘণ্টা আগেসংবাদ সম্মেলন শেষে নাহিদ ইসলাম ওই ছাত্রীর গ্রামের বাড়ি দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি ছাত্রীর বাবা জুলাই গণ–অভ্যুত্থানে শহীদের কবর জিয়ারত করবেন। নাহিদ ইসলামের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পাটির মুখ্য সংগঠক হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসান প্রমুখ।