মার্চেই বিশ্বকাপের টিকিট পেতে পারে আর্জেন্টিনাসহ আর যেসব দল
Published: 20th, March 2025 GMT
৪৮ দলের বিশ্বকাপ। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে তিন স্বাগতিক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। অন্য ৪৫টি দল বেছে নেওয়া হবে বাছাইপর্ব থেকে। বাছাইপর্ব শুরু হয়েছে অনেক আগেই। এখনো কোনো দল বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি। তবে আজই বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বের টিকিট কাটা প্রথম দলটিকে পেয়ে যাতে পারে ২০২৬ বিশ্বকাপ।
‘প্রথম’ হওয়ার সুযোগ জাপানেরবাংলাদেশ সময় বিকেলে ঘরের মাঠে বাহরাইনকে হারালেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলবে জাপানিরা। গত সেপ্টেম্বরে বাহরাইনকে প্রথম দেখায় ৫-০ গোলে হারানো জাপান আজ জিতলে গ্রুপের তৃতীয় দলের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে যাবে। এশিয়া অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে তিন গ্রুপে ভাগ হয়ে খেলছে ১৮টি দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট।
এ মুহূর্তে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে জাপান। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আজ খেলবে ৬ পয়েন্ট নিয়ে তিনে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে। ইন্দোনেশিয়া, সৌদি আরব, বাহরাইন ও চীন—এই চার দলেরই সমান ৬ পয়েন্ট।
এশিয়া থেকে এই মার্চেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলতে পারে ইরানও। এ মাসে ‘এ’ গ্রুপের শীর্ষ দলটির দুটি ম্যাচ উজবেকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। দুই ম্যাচ জিতে গেলেই নিশ্চিত হয়ে যেতে পারে ইরানের আরেকবার বিশ্বকাপ খেলা। ‘বি’ গ্রুপের শীর্ষ দল দক্ষিণ কোরিয়ার সুযোগ আছে টানা ১১তম বারের মতো বিশ্বকাপের টিকিট কেটে ফেলার। এ মাসে দক্ষিণ কোরিয়া খেলবে ওমান ও জর্ডানের বিপক্ষে।
এশিয়া থেকে এ মাসেই বিশ্বকাপে সুযোগ পেয়ে যেতে পারে উজবেকিস্তান ও ইরাক।
আজই বিশ্বকাপ খেলা নিশ্চিত হতে পারে জাপানের.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ছ ইপর ব
এছাড়াও পড়ুন:
সাবেক ছাত্রলীগ নেতা সিয়ামের সম্পদ জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির অভিযোগ থাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকের পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত সৈয়দ সোহানুর রহমান সিয়ামের স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
সিয়াম বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও পিএসসির প্রশ্নফাঁস কেলেঙ্কারির মামলার আসামি আবেদ আলী জীবনের ছেলে।
রবিবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে কমিশনের উপসহকারী পরিচালক জাকির হোসেন সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আবেদন করেন। স্থাবর সম্পদের মধ্যে, মাদারীপুরের কালকিনি উপজেলার ১৮ শতাংশ জমি রয়েছে।
অস্থাবর সম্পদের মধ্যে, সোহানের নামে থাকা ২৩ লাখ দামের একটি গাড়ি ও দুটি ব্যাংক হিসাব। সেখানে এক হিসাবে রয়েছে ১৩৮ টাকা, আরেকটিতে ১৪৫৮ টাকা রয়েছে।
অবরুদ্ধের আবেদনে বলা হয়, সৈয়দ সোহানুর রহমান সিয়ামের স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর হওয়ার সম্ভবনা রয়েছে।
সুষ্ঠু তদন্তের স্বার্থে সোহানুর রহমান সিয়ামের নামে অর্জিত স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
এরআগে গত ৭ এপ্রিল সৈয়দ আবেদ আলী জীবনের ১টি গাড়ি, ১৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ও দুইটি ফ্ল্যাট, একটি ছয় তলা বাড়ীসহ ৮ দশমিক ৮৮ বিঘা জমি জব্দের আদেশ দেন একই আদালত। এর আগে ৫ জানুয়ারি অবৈধভাবে পাঁচ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ৪৫ কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও তাদের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকা/মামুন/এনএইচ