পুরান ঢাকার সূত্রাপুরের ‘প্রেম ভাই’
Published: 20th, March 2025 GMT
পুরান ঢাকার সূত্রাপুরের গল্প এটা। যে গল্পে উঠে আসবে সেই এলাকার বিভিন্ন সমস্যার চিত্র। বিভিন্ন সমস্যা বললে ভুল হবে, মূলত এলাকার একটি বিশেষ সমস্যা নিয়ে এগিয়ে যাবে ‘প্রেম ভাই’ নাটকের গল্প!
যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। সঙ্গে আছেন তানজিম সাইয়ারা তটিনী ও ফারুক আহমেদ। সজিব খানের গল্পে সেজান নুরের সংলাপে ঈদের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। নাজমুল হাসানের সিনেমাটোগ্রাফিতে ‘প্রেম ভাই’ নাটকে উঠে আসবে পুরান ঢাকার দারুণ এক গল্প।
সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা খুব বেশি আগাম বলতে নারাজ। তবুও আভাস দিলেন এভাবে, সূত্রাপুর এলাকায় গত দুই বছর ধরে কাজ করে যাচ্ছে সব সমস্যার সমাধান করা প্রেম ভাই। বিশেষ করে এলাকার তরুণ টগবগে যুবক, প্রেমিক-প্রেমিকাদের একমাত্র আশা-ভরসা এই প্রেম ভাই। এই প্রেম ভাই অনার্স শেষ করে এলাকাতেই থেকে গেছে। দুই বছর আগে শিলা নামের এক মেয়ের সাথে এক বছর প্রেম করেছে। চাকরি বা ব্যবসা করে না বলে শিলার প্রেম ভেঙে যায়। শিলার চলে যাওয়াটা প্রেমের কাছে মোটেও সহজ ব্যাপার ছিল না।
মূলত এই হারানোর ব্যথা কিংবা বিরহের দাগ বুকে নিয়ে নতুন মিশনে নামে প্রেম ভাই। যে মিশনের কারণে রাতারাতি এলাকার সকল তরুণ-তরুণী আর প্রেমিক-প্রেমিকার নয়নমণি হয়ে ওঠে প্রেম ভাই। কিন্তু ছ্যাঁকা খেয়ে কী এমন কাজ করছিলেন প্রেম ভাই তথা তৌসিফ মাহবুব, সেটা জানতে হলে চোখ রাখতে হবে সিএমভি’র ঈদ আয়োজনে।
‘প্রেম ভাই’ নাটকের প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে অন্তত ২০টি বিশেষ নাটক মুক্তি দিতে যাচ্ছে সিএমভি। এগুলো চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পঞ্চগড়ে মেডিকেল কলেজ স্থাপনের দাবি
চীনের অর্থায়নে এক হাজার শয্যার প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে গণজমায়েত ও মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে ‘পঞ্চগড়বাসী’র ব্যানারে জেলা শহরের জজকোর্ট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক ঘুরে শেরেবাংলা মোড়ে শেষ হয়।
জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার রহমানের সঞ্চালনায় মানববন্ধনে কেন্দ্রীয় বিএনপির পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা জাগপার সহসভাপতি নয়ন মাস্টার, জাসদের যুগ্ম সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক হাসান হাবিব, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আব্দুল হাই, খেলাফত মজলিসের জেলা সভাপতি মীর মোর্শেদ তুহিন, গণধিকার পরিষদের সভাপতি মাহফুজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, পাশের জেলা দিনাজপুর, রংপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে। দূরত্ব বেশির কারণে পঞ্চগড় থেকে একজন গুরুতর অসুস্থ রোগী রংপুর বা দিনাজপুরে নেওয়ার পথেই মারা যান। এ কারণে এ জেলায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল দ্রুত প্রয়োজন। এছাড়া চীনের অর্থায়নে এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল করার জন্য সরকারিভাবে উত্তরাঞ্চলে জমি খোঁজা হচ্ছে। আমরা মনে করি, পঞ্চগড়ের মানুষ এ মেডিকেল কলেজের সঠিক দাবিদার। এখানে মেডিকেল কলেজ ও হাসপাতাল হলে ভুটান, নেপাল ও চীনের শিক্ষার্থীরাও পড়াশোনা করতে আসবে। চিকিৎসাসেবা নিতে আসবে।