নান্দাইলে ইফতার নিয়ে সংঘর্ষের পর পৌর বিএনপির আহ্বায়ককে অব্যাহতি
Published: 20th, March 2025 GMT
ময়মনসিংহের নান্দাইলে ইফতার অনুষ্ঠানকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষের পর পৌর বিএনপির আহ্বায়ককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ ভোরে বিএনপির বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) নামের ভেরিফায়েড ফেসবুক পেজে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বহিষ্কারাদেশ প্রকাশ করা হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে ময়মনসিংহ উত্তর জেলাধীন নান্দাইল পৌর বিএনপির আহবায়ক এ এফ এম আজিজুল ইসলাম ওরফে পিকুলকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। অব্যাহিতপ্রাপ্ত এ এফ এম আজিজুল ইসলামের স্থলে নান্দাইল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ফকিরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।’
গত ১৩ ফেব্রুয়ারি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন হওয়ার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমরা গতকাল তাদের (কমিটি বিরোধীদের) সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেছিলাম। ইফতার একটি ধর্মীয় আবেগের বিষয়। রাজনীতি ও কমিটি নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ইফতার নিয়ে মতবিরোধ থাকতে পারে না। উপজেলা বিএনপির আহ্বায়ককে যেহেতু কলেজ কর্তৃপক্ষ ইফতার অনুষ্ঠান করতে লিখিতভাবে অনুমতি দিয়েছে, সে জায়গায় একই দলের আরেকজন ইফতার আয়োজন করবে, এটি অযৌক্তিক। বিষয়টি আমরা আমাদের বিভাগীয় টিমকে জানালে তারা সবার সঙ্গে কথা বলে দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।’
দল থেকে অব্যাহতি পাওয়া আজিজুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, ‘আমি আদৌ জানি না, আমি দলে কী বিশৃঙ্খলা তৈরি করেছি।’ গতকালের ঘটনায় আপনাকে দায়ী করা হয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘ত্যাগী নেতা-কর্মীরা ওই প্রোগ্রামের আয়োজন করেছিলেন। বিশৃঙ্খলা তৈরি করেছিল কমিটিতে রিক্রুট হওয়া নব্য আওয়ামী-বিএনপি। তারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। ত্যাগী নেতা-কর্মীদের সামনে যখন অস্ত্রের মহড়া দিয়েছে, তখন ত্যাগী নেতা-কর্মীরা তা সহ্য করেননি। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’ অব্যাহতির বিষয়ে তিনি দলের কাছে আপিল করবেন।
গত ১৩ ফেব্রুয়ারি নান্দাইল উপজেলা ও পৌর শাখা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করে জেলা উত্তর বিএনপি। ১০২ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটিতে আহ্বায়ক করা হয় ইয়াসের খান চৌধুরীকে। পৌর বিএনপির কমিটিতে আহ্বায়ক করা হয় সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলামকে।
গতকাল বুধবার নান্দাইল পৌর এলাকার শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। অপর দিকে ওই স্থানেই পাল্টা ইফতার মাহফিল আয়োজনের কথা জানায় স্থানীয় বিএনপির পদবঞ্চিত নেতা–কর্মীদের একটি পক্ষ। গতকাল দুপুরের পর থেকে নতুন বাজার এলাকায় দুটি পক্ষই অবস্থান নেয় এবং বিকেল চারটার পর তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে একজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই কলেজ ও আশপাশের এলাকায় রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আজ জ ল ইসল ম অব য হ উপজ ল ইফত র গতক ল
এছাড়াও পড়ুন:
গাজীপুরে দুই কারখানায় শ্রমিক বিক্ষোভ
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় খাদ্য উৎপাদন কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
এদিকে, বানিয়ারচালা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা ছুটি বৃদ্ধি এবং কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন। সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন খেলা পর্যন্ত বিক্ষোভ চলছিল সেখানে।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফু-ওয়াং ফুড লিমিটেড কারখানায় ৬৫০ জন শ্রমিক কাজ করেন। চলতি মাসের ১৭ দিন হয়ে গেলেও তাদের বেতন ভাতা দেওয়া হয়নি। শ্রমিকরা বারবার বেতনের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ বেতন দেই, দিচ্ছি বলে কালক্ষেপণ করছেন।
আরো পড়ুন:
দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
এ কারণে ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কাজ বন্ধ করে ফ্যাক্টরির নিচে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সকাল সাড়ে ৯টার দিকে সড়ক থেকে সরিয়ে দেয়।
অপরদিকে, সদর উপজেলার বানিয়ারচালা এলাকার জায়ান্ট টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ৭টা থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে।
শ্রমিকদের দাবি, কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুকের পদত্যাগ ও ঈদুল ফিতরের ছুটি ১১ দিন করার। শ্রমিকরা কারখানার এসেম্বলি পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। সকাল সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখার সময় শ্রমিকরা বিক্ষোভ করছিলেন বলে জানা গেছে।
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, “বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়। অবরোধের কারণে মহাসড়কটিতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। জায়ান্ট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করছেন।”
ঢাকা/রেজাউল/মাসুদ