৮১ কোটি টাকা বোনাস পাচ্ছেন রোহিত-কোহলি-গম্ভীরা
Published: 20th, March 2025 GMT
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই সাফল্যের পুরস্কার হিসেবে দলকে ৫৮ কোটি রুপি (৮১ কোটি ৬৯ লাখ টাকা) বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। স্কোয়াডে থাকা খেলোয়াড়দের পাশাপাশি কোচিং ও সাপোর্ট স্টাফ এবং নির্বাচক কমিটির সদস্যরা এই অর্থ পুরস্কার ভাগাভাগি করে নেবেন।
দুবাইয়ে গত ৯ মার্চের ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও রোহিত শর্মার নেতৃত্বাধীন দল চ্যাম্পিয়ন হয়।
বিসিসিআই আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতায় ভারতীয় দলের জন্য নগদ ৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা করতে পেরে বিসিসিআই আনন্দিত। এই আর্থিক স্বীকৃতি খেলোয়াড়, কোচিং ও সাপোর্ট স্টাফ এবং ছেলেদের নির্বাচন কমিটির সদস্যদের জন্য সম্মানী।’
বিজ্ঞপ্তিতে বিসিসিআই আরও লিখেছে, ‘অধিনায়ক রোহিত শর্মার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে ভারত টুর্নামেন্টে (চ্যাম্পিয়নস ট্রফিতে) আধিপত্য বিস্তার করেছে। ফাইনালে ওঠার পথে চারটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। দলটি তাদের অভিযান শুরু করে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে। এরপর পাকিস্তানের বিপক্ষেও ৬ উইকেটের অনায়াস জয়। (গ্রুপ পর্বের শেষ ম্যাচে) তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ রানের জয়ে ধারাবাহিকতা অব্যাহত রাখে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে পরাজিত করে।’
ভারতীয় দলে এখন যেন টাকার বৃষ্টি ঝরছে। চ্যাম্পিয়নস ট্রফি জিতে দলটি পেয়েছিল ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২৭ কোটি ২২ লাখ টাকার বেশি। এবার বোর্ডের পক্ষ থেকে রোহিত-কোহলি-গম্ভীর-আগারকাররা পাচ্ছেন ৮১ কোটি ৬৯ লাখ টাকা। আর টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ১ কোটি ৫১ লাখ টাকা তো পেয়েছেই।
আট দলের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ হয়েছিল ষষ্ঠ। নাজমুল হোসেনের দল সব মিলিয়ে পেয়েছে ৫ কোটি ৭৩ লাখ টাকা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এ মন্ত্রণালয়ে চার ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ; কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা
১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে ১ ও ৩ নম্বর পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা ও ৪ নম্বর পদের জন্য ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এবং অনগ্রসর নাগরিকদের সব গ্রেডের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১৮ মার্চ ২০২৫, বিকেল ৪টা পর্যন্ত।